Published : 17 May 2024, 11:48 AM
গত দুই বছরে ফ্রান্স জাতীয় দলে সুযোগ পাননি এনগোলো কঁতে। ক্লাব ক্যারিয়ারে গত বছর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। সব মিলিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনে ছিল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। তবে সৌদি আরবে খেলেই উত্তরটা মিলিয়ে দিলেন তিনি। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার জায়গা পেলেন এবারের ইউরোর ফ্রান্স দলে।
জার্মানিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের ফ্রান্স দল বৃহস্পতিবার ঘোষণা করেন কোচ দিদিয়ে দেশম। কঁতের নামটিই সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য।
দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় চোটে পড়ে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি কঁতে। জাতীয় দলেও তাকে আর দেখা যায়নি। গত বছর ফ্রি ট্রান্সফারে চেলসি ছেড়ে তিনি নাম লেখান আল ইত্তিহাদে। নতুন ক্লাবে তিনি পুরোনো সেরা চেহারা ফিরে পান। এই মৌসুমে এখনও পর্যন্ত খেলেছেন ৪১টি ম্যাচ।
কঁতের ধারাবাহিকতা দেখে মুগ্ধ হয়েই তাকে দলে নিয়েছেন বলে জানালেন কোচ দেশম।
“সে সবশেষ দলে নির্বাচিত হয়েছিল ২০২২ সালে জুনে। এরপর যা হয়েছে, তা ছিল তার জন্য জটিল। গুরুতর চোটে পড়ে গিয়েছিল, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত থাকলেও যেটির কারণে সে খেলতে পারেনি।”
“আমরা তাকে নিয়মিত অনুসরণ করেছি। নিয়মিত প্রচুর ম্যাচ খেলে সে তার ফুটবলীয় ও অ্যাথলেটিক সামর্থ্য ফিরে পেয়েছে। আমার কাছে তার জায়গাটা পরিষ্কার। তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার বিশ্বাস, তাকে পেয়ে ফ্রান্স ফুটবল দল আরও শক্তিশালী হয়ে উঠবে।”
চোটের কারণে মার্চে জার্মানি ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে না পারা অভিজ্ঞ তারকা অঁতোয়ান গ্রিজমান অনুমিতভাবেই ফিরেছেন দলে। ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে নাম লেখানো ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড অলিভিয়ে জিরু আছেন দলে। ফ্রান্সের সফলতম গোলস্কোরারের শেষ বড় প্রতিযোগিতা হবে হয়তো এটিই।
এখনও পর্যন্ত জাতীয় দলে না খেলা একজন কেবল আছেন ইউরোর দলে- বাহলি বারকোলা। পিএসজির ২১ বছর বয়সী এই উইঙ্গারের ‘পার্থক্য গড়ে দেওয়ার ও গোল করার’ সামর্থ্য আছে বলে মনে করেন কোচ দেশম।
দলের কনিষ্ঠতম সদস্য ১৮ বছর বয়সী মিডফিল্ডার ওয়াগেন জাইয়া-এমেরি। ফ্রান্সের হয়ে অভিষেক অবশ্য হয়ে গেছে পিএসজির এই তরুণের। ১০৯ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ফ্রান্স দলে ডাক তিনি গত নভেম্বরে। অভিষেক ম্যাচে গোলও করেন জিব্রাল্টারের বিপক্ষে।
উল্লেখযোগ্যদের মধ্যে দলে নেই পিএসজির ডিফেন্ডার লুকা এরনঁদেজ। ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার গুরুতর চোট নিয়ে আপাতত বাইরে আছেন।
চোট নিয়ে শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে অহেলিয়া চুয়ামেনি ও কিংসলে কোমানকে। উগো লরিস অবসর নেওয়ার পর প্রথম পছন্দের গোলকিপার হিসেবে ইউরোতে যাচ্ছেন এসি মিলানের গোলকিপার মাইক মিয়াঁ।
ইউরোতে এবার ‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও পোল্যান্ডের সঙ্গে খেলবে ফ্রান্স। ইউরোতে শিরোপা জিতেছে তারা দুবার, ১৯৮৪ ও ২০০০ সালে।