জাতীয় ভলিবল
Published : 30 Jun 2025, 10:31 PM
জাতীয় ভলিবলে পুরুষ বিভাগের ফাইনাল যা একটু জমল, নারী বিভাগের ফাইনাল হলো একেবারেই একপেশে। পুরুষ বিভাগে জিতেছে বাংলাদেশ নৌবাহিনী ও মেয়েদের বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ পুলিশ।
পল্টনের ভলিবল স্টেডিয়ামে সোমবার পুরুষ বিভাগের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অবশ্য প্রথম সেট ২৫-২৩ পয়েন্টে জিতে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি তারা। টানা তিন সেট জিতে ৩-১ ব্যবধানে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নৌবাহিনী।
মেয়েদের ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো প্রতিরোধই গড়তে পারেনি। তাদরেক সরাসরি ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
ছেলেদের বিভাগে বাংলাদেশ বিমান বাহিনী ও মেয়েদের বিভাগে রাজশাহী জেলা পেয়েছে তৃতীয় স্থান।