স্প্যানিশ ফুটবল
Published : 22 May 2025, 08:18 AM
একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। সময়ের পরিক্রমায় সেই ঝাণ্ডা এবার উঠেছে লামিনে ইয়ামালের কাঁধে। দ্যুতিময় ফুটবলে দারুণ আগামীর ইঙ্গিত এই তরুণ দিচ্ছেন প্রতিনিয়তই। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়োর তাই মনে হচ্ছে, সময় এখন ইয়ামালের।
বয়স এখনও ১৮ পূরণ হয়নি ইয়ামালের, কিন্তু মৌসুম জুড়ে ঝলমলে পারফরম্যান্সে তিনি নজর কেড়েছেন সবার। প্রশংসার স্রোতও তার দিকে বইছে অবিরত ধারায়।
ইয়ামালের মধ্যে মেসিকে দেখছেন অনেকে। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে তার তুলনাও হচ্ছে হরহামেশা। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনিয়ো অবশ্য তুলনার পথ মাড়াতে রাজি নন। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রাপ্তির চূড়ায় পা রাখার সব সম্ভাবনাই আছে ইয়ামালের।
“মেসি ও আমি ইতোমধ্যে ইতিহাস লিখেছি, এখন লামিনে ইয়ামালের পালা। এখন অব্দি, এই তরুণ বয়সেই এতটা মেধা নিয়ে সে যা দেখিয়েছে, অসাধারণ। তার মতো ফুটবলারদের খেলা দেখতে আমি পছন্দ করি; তারা ফুটবলের জন্য ভালো। আশা করি, আমাদের মতো ক্যারিয়ার হবে তার।”
“আমি ওই ধরনের তুলনা কখনই পছন্দ করি না। কেননা, প্রতিটি ফুটবলারের খেলার নিজস্ব অপূর্ব ধরন আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লামিনে ইয়ামাল মানুষকে আনন্দ দিচ্ছে। আমি যেমন দিতাম, কিংবা পরে মেসি দিত। আশা করি, এখন পর্যন্ত যে সম্ভাবনা সে দেখিয়েছে, সেই ধারাবাহিকতা ধরে রাখবে।”
ইয়ামালের হাতে এবারের ব্যালন দ’র দেখছেন অনেকে। এ নিজের ভাবনা তুলে ধরেছেন রোনালদিনিয়ো। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই গ্রেটের বিশ্বাস, স্রেফ একটা ব্যালন দ’রে থামবেন না ইয়ামাল।
“ব্যালন দ’র জয়ের মান ইয়ামালের আছে। বিশ্বে আরও সব দারুণ খেলোয়াড় আছে, ইয়ামাল তাদের একজন। মাঠে তার এমন বিচরণ বিস্ময়কর, কেননা সে খুবই তরুণ। কিন্তু সে স্রেফ একবার নয়, অনেকবার ব্যালন দ’র জয়ের ইতিহাস গড়তে পারে।”
কেবল ইয়ামাল নন, তার বার্সেলোনা সতীর্থ রাফিনিয়া ও পেদ্রিও এবারের ব্যালন দ’রের জোরাল দাবিদার। ব্যক্তিগত নৈপুণ্যের এই স্বীকৃতি দেওয়া হবে আগামী সেপ্টেম্বর।