Published : 08 May 2025, 09:05 AM
আল-ইত্তিহাদের দুর্দান্ত প্রত্যাবর্তন ততক্ষণে হয়েই গেছে। কিন্তু নাটকের বাকি ছিল আরও। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল করল তারা। ঘুরে দাঁড়ানোর গল্পও পূর্ণতা পেল রোমাঞ্চকর জয়ে। ঘরের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হতাশায় পুড়ল আল-নাস্র।
সৌদি প্রো লিগে বুধবার তারকাবহুল দুই দলের লড়াইয়ে আল-নাস্রকে ৩-২ গোলে হারাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল-ইত্তিহাদ।
এই জয়ে শিরোপার আরও একধাপ কাছে এগিয়ে গেল কারিম বেনজেমার দল। ম্যাচ হেরে আরও শঙ্কায় পড়ে গেল ক্রিস্তিয়ানো রোনালদোর দলের আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট আসরে খেলা।
আল নাস্রের শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের তৃতীয় মিনিটেই সাদিও মানের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। ২৪তম মিনিটে বক্সের ভেতর থেকে রোনালদো ওভারহেড কিক নিলেও তা ছিল দুর্বল। তবে দল আরেকটি গোলের দেখা পায় প্রথমার্ধেই। ৩৭তম মিনিটে গোল করেন আয়মান ইয়াহিয়া।
বিল্ড-আপে যদিও সাদিও মানের হাতে স্পর্শ করেছিল বল, তবে ভিএআর দেখে গোল বহাল রাখেন রেফারি।
দ্বিতীয়ার্ধে আল-ইত্তিহাদ ফিরে আসে প্রবলভাবে। ৪৯তম মিনিটে আল-নাস্রের দুই ডিফেন্ডারের মাঝ থেকে লাফিয়ে হেডে গোল করেন বেনজেমা।
মিনিট তিনেক পরই পাল্টা আক্রমণে সমতা ফেরায় তারা। বেনজেমার দুর্দান্ত পাস থেকে মুসা ডিয়াবি বল পেয়ে বাড়িয়ে দেন আলতো করে। গড়ানো শটে বল জালে পাঠান এনগোলো কঁতে।
এরপর দুই দলেরই বেশ কিছু আক্রমণ ব্যর্থ হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আল-ইত্তিহাদের সেই গোল। বাঁ প্রান্ত থেকে মুসা ডিয়াবি ক্রস করেন গোলমুখে। একদম কাছ থেকে হুসেম আওয়ার শট নিলেও ফিরিয়ে দেন আল-নাস্রের গোলকিপার। ফিরতি বলে আলতো টোকায় বল জালে পাঠান আলজেরিয়ান এই মিডফিল্ডার।
এই জয়ের পর ৩০ ম্যাচে আল-ইত্তিহাদের পয়েন্ট ৭১। তাদের সামনে এখন ডাবলের হাতছানি। কিংস কাপের ফাইনালেও উঠেছে দলটি।
দুইয়ে থাকা আল-হিলালের পয়েন্ট ৬৫, আল-আহলির ৬১। আল-নাস্র চারে আছে ৬০ পয়েন্ট নিয়ে।
আল-আহলি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাওয়ায় সৌদি প্রো লিগ থেকে অন্য স্রেফ দুটি দল খেলবে আগামী আসরের চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বে।