Published : 16 Aug 2023, 09:11 PM
মরক্কোর উইঙ্গার হাকিম জিয়াশকে আর দলে রাখতে চাচ্ছে না চেলসি। বিবিসির খবর, তাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। এরই মধ্যে নাকি তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে সমঝোতায়ও পৌঁছেছে তারা।
তুরস্কের সুপার লিগের ক্লাবটিতে শিগগিরই তার মেডিকেল হবে বলে ধারণা করা হচ্ছে।
অনেক দিন ধরেই চেলসিতে ব্রাত্য হয়ে পড়েছেন ৩০ বছর বয়সী জিয়াশ। তার ফরাসি ক্লাব পিএসজি ও সৌদি প্রো লিগের ক্লাব আল নাস্রে যাওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল, কিন্তু কোনোটিই আলোর মুখে দেখেনি।
২০২০ সালে আয়াক্স থেকে চেলসিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচ খেলেছেন জিয়াশ। ১৪ গোল করার পাশাপাশি তার অ্যাসিস্ট ১৩টি।
২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির স্কোয়াডে ছিলেন জিয়াশ। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ওই ম্যাচের পুরোটা সময় বেঞেই কাটাতে হয় তাকে।
২০২২ কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল খেলা মরক্কো দলের অবশ্য গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জিয়াশ।