সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
Published : 16 May 2025, 10:23 PM
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শেষ ধাপে এসে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।
ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে শেষ দিকের নৈপুণ্যে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমি-ফাইনালে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় ভারত।
আগামী রোববার একই ভেন্যুতে সেরা হওয়ার লড়াইয়ে নামবে ভারত ও বাংলাদেশ। টানা তিন জয়ে ফাইনালের মঞ্চে এসেছে স্বাগতিকরা। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশও, তবে তিন ম্যাচে দলের জয় দুটি, একটি ড্র।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০- এই তিন ক্যাটাগরিতে হয়েছে। বাংলাদেশ একবারই শিরোপা জিতে, ২০২৪ সালে, অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে।
অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে তাদের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চান ছোটন।
“গ্রুপ পর্বে আমরা ভারত-নেপাল ম্যাচ দেখেছিলাম এবং সে অনুযায়ী পরিকল্পনা করেছিলাম। সেটা ছেলেরা আজ বাস্তবায়ন করতে পেরেছে। ফাইনালে দক্ষিণ এশিয়ায় সবসময় ভারত দল। আশা করি অরুনাচলের দর্শকরা ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ফাইনাল দেখবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।”