স্প্যানিশ ফুটবল
Published : 19 Aug 2024, 04:21 PM
লিগ মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মানের ধারেকাছেও ছিল না রেয়াল মাদ্রিদ। বিশেষ করে, তাদের রক্ষণভাগের পারফরম্যান্স ছিল একেবারেই এলোমেলো। মায়োর্কার বিপক্ষে দলের এমন হতশ্রী অবস্থা দেখে একরকম বিরক্তিই ঝরল কার্লো আনচেলত্তির কণ্ঠে। কড়া সমালোচনা করে রেয়াল কোচ বললেন, ম্যাচটি হারতে পারতেন তারা।
শেষ পর্যন্ত অবশ্য হারের তেতো স্বাদ পেতে হয়নি রেয়ালের। লা লিগায় রোববার মায়োর্কার মাঠ থেকে কোনোমতে ১-১ ড্রয়ের স্বস্তি নিয়ে ফেরে লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচে যদিও শুরুতে এগিয়ে যায় রেয়ালই। ত্রয়োদশ মিনিটে চমৎকার এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ব্যবধান ধরে রেখে প্রথমার্ধ শেষ করে ইউরোপের সফলতম ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের স্তব্ধ করে দেয় মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন কসোভোর ফরোয়ার্ড ভেদাত মুরিচি। এরপর দুই দলই পায় কয়েকটি সুযোগ। কিন্তু কেউ আর করতে পারেনি গোল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোনো রাখঢাক না রেখেই দলের পারফরম্যান্সের কড়া সমালোচনা করেন আনচেলত্তি।
“আজ আমি সন্তুষ্ট নই। আমার মনে হয়, আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের আরও মনোযোগী হতে হবে, দল হিসেবে আরও ভালো কাজ করতে হবে…এটা ফিটনেসের সমস্যা নয়, মানসিক সমস্যা।”
“আমি কোনো কিছুর অজুহাত দেখাতে চাই না। আমাদের আরও ভালো করতে হবে এবং তাড়না দেখাতে হবে। এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এটা এমন একটা ম্যাচ, যেখানে আমাদের ঘাটতির জায়গাটা পরিষ্কার।”
আনচেলত্তি বেশি ক্ষুব্ধ দলের রক্ষণভাগের পারফরম্যান্স নিয়ে। তার মতে, আক্রমণাত্মক ফুটবল খেলা দলের জন্য রক্ষণের ভারসাম্য অনেক বেশি জরুরি। কিন্তু মায়োর্কার বিপক্ষে সেটা পাননি তিনি। দলের খেলোয়াড়দের এই ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার তাগিদও দিয়েছেন ইতালিয়ান এই কোচ।
“আমরা ম্যাচে ভালো শুরু করেছিলাম, গোল পেয়েছিলাম এবং দ্বিতীয় গোল করারও সুযোগ পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় ভারসাম্যের অভাব ছিল। ম্যাচটা আমরা হারতেও পারতাম, কারণ আমাদের ভারসাম্য ছিল না। আমরা ভালো খেলিনি। আমরা খুবই আক্রমণাত্মক দল এবং আমাদের দল যেভাবে গড়া সেখানে রক্ষণভাগের ভারসাম্য রক্ষা এর মৌলিক অংশ।”
“প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে, আবার বল হারানোর পর চাপে রাখতে আমরা ভুগেছি। রক্ষণ নিয়ে কথা বললে, আমরা সবার আগে সম্মিলিত চেষ্টার কথা বলি। খেলোয়াড়রা একইভাবে ভাবলে খেলায় ভারসাম্য আসে। শুধু স্ট্রাইকার, মিডফিল্ডার বা ডিফেন্ডারদের জন্য নয়, এটা সবার জন্যই সমস্যা।”
রেয়ালের পরের ম্যাচ আগামী রোববার, রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে।