Published : 04 Sep 2024, 11:30 PM
প্রতিকূল পরিস্থিতিতে সামনের দিনগুলোয় ভিক্টর ওসিমেনের মাঠে নামা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার আপাতত অবসান হয়েছে। নাপোলি থেকে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড।
উভয় ক্লাবই বুধবার বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছে। আগামী বছরের ৩০ জুলাই পর্যন্ত গালাতাসারাইয়ের হয়ে খেলবেন ওসিমেন।
২০২২-২৩ মৌসুমে সেরি আয় নাপোলির ঐতিহাসিক জয়ের গুরুত্বপূর্ণ কারিগর ছিলেন ওসিমেন। দলকে ৩৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন করানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন নাইজেরিয়ার এই খেলোয়াড়।
গত ডিসেম্বরে নাপোলির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান ওসিমেন। তবে, ওই বছর ঘুরতেই তার নাপোলি ছাড়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। গত জানুয়ারিতে নিজেও সেই ইঙ্গিত দেন। পরের মাসে ক্লাবটির পক্ষ থেকেও পরিষ্কার করে দেওয়া হয়, ২০২৩-২৪ মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবেন ওসিমেন।
এই পরিস্থিতিতে, ২৫ বছর বয়সী এই তারকাকে ছাড়াই চলতি মৌসুমের সেরি আর জন্য ২৩ সদস্যের স্কোয়াড নিবন্ধন করে ফেলে নাপোলি। কিন্তু গ্রীষ্মের দলবদলে অনেক চেষ্টা করেও ওসিমেনের নতুন ঠিকানা খুজে পায়নি নাপোলি।
তাতেই বাঁধে মূল সমস্যা। এই মৌসুমে ওসিমেনের নিয়মিত মাঠে নামা নিয়েই জাগে শঙ্কা। তবে সেই সমস্যা এই যাত্রায় মিটে গেল বলেই ধারণা করা যায়।