স্প্যানিশ ফুটবল
Published : 18 Feb 2025, 12:33 PM
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে বার্সেলোনার একাদশ দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। জুল কুন্দে কেন নেই? তার কোনো চোটের খবর তো জানা যায়নি! এই মৌসুমে অপরিহার্য হয়ে ওঠা এই ডিফেন্ডারের একাদশে জায়গা না পাওয়ার কারণ জানা গেল পরে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অকপটেই জানিয়ে দিলেন, শৃঙ্খলাভঙ্গের শাস্তি দেওয়া হয়েছে ফরাসি এই ডিফেন্ডারকে।
লা লিগায় সোমবার রায়ো ভাইয়েকোনোর বিপক্ষে ম্যাচটির ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামানো হয় কুন্দেকে। রবের্ত লেভানদোভস্কির প্রথমার্ধের পেনাল্টিতে ১-০ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় ফ্লিকের দল।
পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারের মৌসুমে বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ কুন্দে। মৌসুমে দলের ৩৭ ম্যাচের ৩৪টিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। এর মধ্যে দুটি ম্যাচে শুরু থেকে খেলতে পারলেন না তিনি শৃঙ্খলাজনিত কারণে।
রায়ো ভাইয়োকানোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক জানিয়ে দিলেন কুন্দেকে প্রথম একাদশে না রাখার কারণ।
“ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে দুই-তিনটি নির্ধারিত সূচি থাকে আমাদের, মিটিং ও এই ধরনের। ফুটবলারদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসব করা তো খুব কঠিন কিছু নয়। এটি স্রেফ আমার ব্যাপারও নয়, সব ফুটবলার, ক্লাব, সমর্থকদের প্রতি (সম্মানের) ব্যাপারও।”
“আর বেশি কিছু বলতে চাই না, কারণ তার (কুন্দে) সঙ্গে আগে কথা বলতে চাই। তবে সে অনেক বেশিই দেরি করেছিল। আমাদের এখানে নিয়মটা পরিষ্কার। এজন্যই সে শুরুর একাদশে ছিল না। আজকে এটাই হয়েছে।”
গত অক্টোবরে আলাভেসের বিপক্ষে ম্যাচেও ঠিক একই কারণে কুন্দেকে শুরুর একাদশে রাখেননি ফ্লিক। সময়ানুবর্তিতা নিয়ে বরাবরই বেশ কঠোর বার্সেলোনা কোচ। এজন্যই এই নিয়ম তিনি চালু করেছেন। মিটিংয়ে দেরি করার কারণেই গত মাসে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে গোলকিপার ইনিয়াকি পেনিয়াকে খেলাননি তিনি।