ইংলিশ ফুটবল
Published : 06 Apr 2025, 04:45 PM
ওয়েসলি ফোফানার হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার সফল হয়েছে। বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের খবর, চলতি মৌসুমের বাকি অংশে এই ডিফেন্ডারকে পাবে না চেলসি। এবারের ক্লাব বিশ্বকাপেও তাকে পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি শনিবার জানিয়েছে, শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ২৪ বছর বয়সী ফোফানা।
পেশির চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর গত মাসের শুরুর দিকে ফেরেন ফোফানা। কেবল দুই ম্যাচ খেলতেই আবারও চোট থাবা দেয় তার শরীরে। এবার আরও লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন তিনি।
চলতি মৌসুমে চেলসির হয়ে কেবল ১৪টি ম্যাচ খেলতে পেরেছেন ফোফানা, সবগুলোই প্রিমিয়ার লিগে। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ফরাসি এই ফুটবলার সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন কেবল ৩৪ ম্যাচ।
প্রিমিয়ার লিগে রোববার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা চেলসি।