Published : 23 Dec 2022, 07:41 PM
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে কিরগিজস্তানকে হারিয়েছে তারা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এশিয়ান সেন্ট্রাল জোনের এই প্রতিযোগিতায় শুক্রবার ৩-১ সেটে জিতেছে স্বাগতিকরা।
প্রথম সেট ২৮-২৪ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে ২১-২৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পরের দুই সেটে ২৭-২৫ ও ২৫-২৩ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা।
সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী রেদওয়ান। প্রথম ম্যাচে তারা নেপালকে হারিয়েছিল।
দিনের প্রথম ম্যাচে ৩-০ সেটে নেপালকে হারিয়েছে শ্রীলঙ্কা।