Published : 02 Mar 2023, 07:32 PM
যুব গেমসের পঞ্চম দিনে আলো ছড়িয়েছেন শুটার জিদান হোসেন, জাফিরাহ খানম চৌধুরী। জিমন্যাস্টিক্সে সোনার হাসি হেসেছেন বনফুলি চাকমা, জীবন ত্রিপুরা। অ্যাথলেটিকক্সের ১৫০০ মিটারে সেরা হয়েছেন ময়মনসিংহের আসলাম শিকদার ও খুলনার নুপুর কর্মকার।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে বৃহস্পতিবার পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হয়। হকিতে সেরা হয়েছে খুলনার মেয়েরা। তরুণ বিভাগের মুকুট জিতেছে ঢাকা।
শুটিংয়ে জিদান ও জাফিরাহর সোনা জয়
১০ মিটার এয়ার রাইফেলে ৩০৩.৯ স্কোর গড়ে ঢাকার জিদান হোসেন সেরা হয়েছেন। এই ইভেন্টে সিলেটের সাদমান আজমাইন রাফিদ রুপা এবং ঢাকার হৃদয় আহমেদ ব্রোঞ্জ পেয়েছেন। তরুণী বিভাগে ৩১০.৯ স্কোরে ঢাকার জাফিরাহ খানম চৌধুরী প্রথম হয়েছেন। রুপা জিতেছেন ফাতেমা আক্তার মিনা এবং ব্রোঞ্জপদক জিতেছেন চট্টগ্রামের মাহদিয়া মাহনুর।
জিমন্যাস্টিক্সে বনফুলির সোনা জয়
তরুণী ভল্টে সোনা জিতেছেন চট্টগ্রামের বনফুলি চাকমা; ১২.৫০ স্কোর গড়েন তিনি। এ ইভেন্টে ঢাকার খিংখিং সাই মারমা (১১.৯৫) রুপা এবং একই দলেরর খৈনাই মে মারমা (১১.৩৫) ব্রোঞ্জ পেয়েছেন। ব্যালান্স বিমে সেরা হয়েছেন মা মে চিং মারমা।
এই ইভেন্টের তরুণদের বিভাগে ১৩ স্কোর নিয়ে সেরা ঢাকার জীবন ত্রিপুরা; রুপা জিতেছেন চট্টগ্রামের তণুরায় ত্রিপুরা এবং ব্রোঞ্জ চট্টগ্রামের তড়িৎ মোহন চাকমা।
পরে পোমেল হর্সের ব্যক্তিগত ইভেন্টে সেরা হন চট্টগ্রামের তণুরায় (১০.৬৫)। রুপা জেতেন ঢাকা বিভাগের উওয়াইমং মারমা (১০.৫৫)। ব্রোঞ্জ জয়ী একই বিভাগের জীবন ত্রিপুরা (৯.৬৫)।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জিমনেসিয়ামে হওয়া ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সেরা চট্টগ্রামের নিঝুম খিসা (১১.৯৬৭)। ঢাকার জীবন রুপা এবং রাজশাহীর আরিফ ব্রোঞ্জ পেয়েছেন।
১৫০০ মিটারে সেরা আসলাম ও নুপুর
আর্মি স্টেডিয়ামে তরুণ বিভাগে ১৫০০ মিটারে ময়মনসিংহের আসলাম শিকদার (৪ মিনিট ১৯.৮০ সেকেন্ড) ও তরুণী বিভাগে খুলনার নুপুর কর্মকার (৫ মিনিট ২০.৫০ সেকেন্ড) সেরা হয়েছেন।
লং জাম্পে খুলনার মনিরুল মোল্লা ৬.৬২ মিটার লাফ দিয়ে জিতেছেন সোনা। এছাড়া শটপুটে খুলনার জয়ীতা (১০.২৪ মিটার) হয়েছেন প্রথম।
কুস্তিতে রংপুরের আধিপত্য
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বৃহস্পতিবার হওয়া তিন ইভেন্টের মধ্যে দুটিতে সোনা এবং একটিতে ব্রোঞ্জ জিতেছে রংপুর বিভাগ। ৩৬-৪০ ওজন শ্রেণীতে দিপ্তী রায়, ৪১-৪৫ কেজিতে রাজশাহীর সিফাতুল্লাহ সেরা হন। ৪৮ কেজিতে রংপুরের মহেশ্বর চন্দ্র হয়েছেন প্রথম।
হকির সেরা খুলনার মেয়েরা
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খুলনা ১-০ গোলে চট্টগ্রামকে হারিয়ে সেরা হয়েছে। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি ইভা খাতুন করেন ২৮তম মিনিটে। এই ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে ঢাকা।
তরুণ বিভাগের ফাইনালে ঢাকা ৩-২ গোলে হারিয়েছে রাজশাহীকে। ঢাকার তিন গোলদাতা আমিরুল, পাভেল ও দ্বীন ইসলাম। রাজশাহীর দুই গোলদাতা হাবিব হোসেন ও তৈয়ব আলী। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে চট্টগ্রাম।
টেবিল টেনিসের দ্বৈতে খৈ খৈ-ঐশি জুটি সেরা
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ মারমা ও ঐশী রহমান জুটি ৩-০ গেমে খুলনার লক্ষী দে-আনিকা খাতুন জুটিকে উড়িয়ে দিয়ে সেরা হয়েছেন। এ ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে রংপুর ও রাজশাহী।
তরুণ বিভাগের দ্বৈতে চট্টগ্রামের হাসিবুর রহমান ও প্রমিত দে জুটি ৩-১ গেমে রাজশাহীর নাফিস ইকবাল ও জয় ইসলাম জুটিকে হারায়। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছে খুলনা ও ঢাকা।
কারাতের সেরা চট্টগ্রাম
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে কাতারে ডিসিপ্লিনের খেলা। মোট ১৬টি ইভেন্টের মধ্যে সর্বোচ্চ ৮টির সোনা জিতেছে চট্টগ্রাম। শেষ দিনে অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে রুইতম ম্রো, অনূর্ধ্ব-৬৭ কেজি কুমিতে রাজশাহীর মো. আসাদুল্লাহ হিল, অনূর্ধ্ব-৬১ কেজি কুমিতে চট্টগ্রামের নাহিদা আক্তার, এবং অনূর্ধ্ব-৭৫ কেজি কুমিতে ঢাকার সানাউল হক সাকিব সোনা জিতেন। এছাড়া অনূর্ধ্ব-৬৮ কেজি কুমিতে চট্টগ্রামের উমা চৌধুরী, ৭৫ (+) কেজি কুমিতে ঢাকার নাজিব বিন তৌফিক, ৬৮ (+) কেজি কুমিতে ঢাকার সুমাইয়া আক্তার রিতু সেরা হন।
ফুটবলে ব্রোঞ্জ খুলনার
টাইব্রেকারে জিতে তরুণদের ফুটবলে ব্রোঞ্জ পদক পেয়েছে খুলনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ গোলে তারা হারায় সিলেটকে। পল্টন আউটার স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে আলমগীর খুলনাকে এগিয়ে নেন। সিলেটকে সমতা ফেরানো গোলটি নাসির এনে দেন ৭৯ মিনিটে।
আর্চারিতে জ্যোতি ও রিয়াদের ব্রোঞ্জ
রিকার্ভ এককে রাজশাহীর রিয়াদ আহমেদ টাইব্রেকারে ৬(১০)-৫(৯) ব্যবধানে চট্টগ্রামের আব্দুল্লাহ মোহাম্মদ রাফিকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। তরুণীদের বিভাগে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে খুলনার ফারজানা আখতার জ্যোতি ঢাকার সুমাইয়া আখতারকে হারান ৬-৪ ব্যবধানে।
পুরুষ দলগত রিকার্ভে খুলনাকে ব্রোঞ্জ এনে দিয়েছেন আহনাব শাকিব, আল আমিন এবং নাহিদ বিশ্বাস। মেয়েদের দলগত থেকে রংপুরকে ব্রোঞ্জ এনে দেন খুরশিদা জাহান খুশি, মেঘলা রানী এবং শিলা আক্তার।
মিশ্র দলগত রিকাভের তরুণ বিভাগে ব্রোঞ্জ পেয়েছে খুলনা।