Published : 14 Jul 2023, 04:04 PM
নতুন চুক্তির প্রস্তাব পেলেও ফুলহ্যামে আর থাকছেন না উইলিয়ান। বিবিসির খবর, ফ্রি ট্রান্সফারে নটিংহ্যাম ফরেস্টে যোগ দিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়িয়ান উইঙ্গার।
শৈশবের ক্লাব করিন্থিয়ান্স ছেড়ে ২০২২ সালে এক বছরের চুক্তিতে ফুলহ্যামে যোগ দেন উইলিয়ান। গত মৌসুমে দলটির হয়ে ৩০ ম্যাচ খেলে ৫ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেন ৬টি।
তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল ফুলহ্যাম, কিন্তু রাজি হননি তিনি। বৃহস্পতিবার তিনি ফরেস্টের অনুশীলন মাঠ দেখতে গিয়েছিলেন বলে গণমাধ্যমের খবর।
চেলসি ও আর্সেনালের সাবেক এই উইঙ্গারকে নিয়ে চলতি গ্রীষ্মের দলবদলে প্রথম খেলোয়াড় দলে টানতে যাচ্ছে ফরেস্ট। ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে গত গ্রীষ্মের দলবদলে ৩০ জন নতুন খেলোয়াড় দলে টেনেছিল তারা।
আগামী ১২ অগাস্ট এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে নতুন মৌসুমে শুরু করবে ফরেস্ট।