Published : 27 Mar 2023, 02:52 PM
প্রথম জয়ের আনন্দে ভেসে যাচ্ছেন না জামাল ভূঁইয়া। সিশেলসের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক তাই বললেন সবকিছু শূন্য থেকে শুরু করতে চাওয়ার কথা।
সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বেলা পৌনে ৪টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে সিশেলসকে কাজী তারিক রায়হানের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
গত দুই দিনের প্রস্তুতিতে খেলোয়াড়দের রিকভারির দিকে মনোযোগ দিয়েছেন কোচ। সোমবার সংবাদ সম্মেলনে জামাল বললেন, হালকা মেজাজের অনুশীলন হলেও জয়ের লক্ষে অবিচল আছে তার দল।
“আমরা শেষ ৪৮ ঘন্টা রিকভারি করেছি। যারা বেশি খেলেছে, তারা রিকভারি বেশি করেছে। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য ফাইনাল ম্যাচ। লম্বা সময় পর টানা দুইটি ম্যাচ জেতার সুযোগ আছে আমাদের সামনে। তাই কালকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।”
“খেলোয়াড়রা সবাই জানে যে, আগের ম্যাচের চেয়ে আমরা ভালো করতে পারব। এটা মাঠে করে দেখাতে চাই। কিন্তু দিন শেষে রেজাল্টই সব। আমরা খারাপ খেলতে পারি, কিন্তু আমাদের জিততে হবে। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা খুব ভালো খেলে হারতেও পারি, কিন্তু জয়টাই গুরুত্বপূর্ণ। মানুষ মনে রাখবে কে জিতছে। আগামীকালও আমরা জিততে চাই।”
প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে বেশ চেপে ধরেছিল সিশেলস। জামালের মনে হচ্ছে, আসছে ম্যাচে পূর্ব আফ্রিকার দলটি আরও আক্রমণাত্মক ফুটবল খেলার মনোভাব নিয়েই নামবে মাঠে। পাল্টা জবাব দিতে বাংলাদেশও আগ্রাসী হবে বলে জানালেন অধিনায়ক।
“আমি মনে করি, কালকের ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে। কারণ ওরাও জেতার লক্ষ্যেই খেলবে। ফুটবলে সবাই জিততে চায়। আমার মনে হয় ওরা আরও আক্রমণাত্মক হবে। ওরা যদি বেশি সামনে এসে খেলে তখন আমাদের পাল্টা-আক্রমণে যেতে হবে এবং এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত, এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে।”
“কারণ দক্ষিণ এশিয়ার অন্য দলগুলোর সাথে তুলনা করলে ওরা অনেক শারীরিকভাবে শক্তিশালী। কিন্তু আমাদের জন্য নিজেদের খেলাটা খেলতে হবে। কালকে তো শূন্য থেকে শুরু করব। অবশ্যই আমরা নিজেদের খেলাটা খেলব। সিশেলস তাদেরটা খেলবে, কিন্তু আমি নিশ্চিত, আগামীকাল আমরা আক্রমণাত্মক খেলব।”
সৌদি আরবে ক্যাম্পের ফাঁকে মালাবির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। কোচ, খেলোয়াড়, কর্মকর্তাদের মুখে ঘুরেফিরে শোনা গেছে ওই ম্যাচে জামাল-জনি-কিংসলেদের দারুণ পারফরম্যান্সের কথা। সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে মেলেনি সেই ছন্দময় ফুটবল। জামালও উপভোগ্য ফুটবল খেলতে চান, তবে জয়ের প্রয়োজনটা ভুলে গিয়ে নয়।
“আমরা নিজেরা আলাপ করেছি সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে। টিম মিটিংয়ে সবাই বলেছি, মালাবির সাথে যেরকম খেলছি, সেরকম পারফর্ম কিন্তু করতে পারিনি। তবে মালাবির সঙ্গে ড্র করেছিলাম এবং সিশেলসের বিপক্ষে জিতলাম- কোনটা ভালো?”
“প্রথমার্ধ আমরা নিয়ন্ত্রণে রেখেছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে পারিনি। ফুটবলে যখন আপনি গোল করবেন তখন অনেক সময় পেছনে চলে আসতে হয় এবং প্রতিপক্ষকে আরও জায়গা ছেড়ে দিতে হয়। আমি মনে করি, প্রথম ম্যাচে গোল করার পর এমনটা হয়েছে। আমরা আলাপ করেছি, কালকের ম্যাচে এই সমস্যা দূর করব।”