Published : 26 Aug 2023, 06:42 PM
এক বছর ফ্রান্সের ফুটবলে কাটিয়ে ফের ইতালিতে ফিরলেন আলেক্সিস সানচেস। অলিম্পিক মার্সেই থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মিলানে যোগ দিলেন চিলির এই ফরোয়ার্ড।
৩৪ বছর বয়সী এই ফুটবলারকে ফেরানোর কথা শনিবার এক বিবৃতিতে জানায় সেরি আর ক্লাবটি। চুক্তি হয়েছে ২০২৪ সাল পর্যন্ত।
চিলির রেকর্ড গোল স্কোরার সানচেস ২০২১-২২ মৌসুমে শেষে ইন্টার ছেড়ে মার্সেইয়ে যোগ দেন। গত মৌসুমে লিগ ওয়ানের দলটির হয়ে ৪৪ ম্যাচ খেলে তিনি গোল করেন ১৮টি।
বার্সেলোনা, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার ইন্টারে প্রথম মেয়াদে ১০৯ ম্যাচ খেলে গোল করতে পারেন কেবল ২০টি। ২০২১ সালে জেতেন সেরি আ শিরোপা।
গত মৌসুমে সেরি আয় তৃতীয় হওয়া ইন্টার হেরে যায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তারা ঘরে তোলে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ শিরোপা।