Published : 17 Jun 2023, 09:45 PM
জাতীয় ভারোত্তালনে মেয়েদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন স্মৃতি আক্তার। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট উত্তোলন-তিন বিভাগেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ভারোত্তোলক।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার মেয়েদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৭২, ক্লিন অ্যান্ড জার্কে ৯৩ মিলিয়ে মোট ১৬৫ কেজি তুলেন স্মৃতি।
স্মৃতি অবশ্য ২০২১ সালে এই ওজন শ্রেণিতে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন। ১৫১ কেজি তোলার পথে স্ন্যাচে ৬৮ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে উত্তোলন করেন ৮৩ কেজি।
একই বছর বাংলাদেশ গেমসে ফুলপতি ১৫১ কেজি উত্তোলন করে প্রথম হওয়ার পথে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ৮৪ কেজি তুলেছিলেন। এবার ৯৩ কেজি তুলে এ রেকর্ডও নিজের করে নিলেন স্মৃতি।
এ ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির মোল্লা সাবিরা সুলতানা সব মিলিয়ে ১২৩ কেজি তুলে দ্বিতীয় এবং নড়াইলের সোলায়মান শেখ ভারোত্তোলন ক্লাবের শাম্মী সুলতানা ১১৯ কেজি তুলে হয়েছেন তৃতীয়।
মেয়েদের ৪৫ কেজি ওজন শ্রেণিতে বৃষ্টি আক্তার ১২১ কেজি উত্তোলন করে সেরা হন। আনসার ও ভিডিপির এই ভারোত্তোলন ক্লিন অ্যান্ড জার্কে ৬৮ কেজি তুলে রেকর্ড গড়েছেন।
৪৯ কেজিতে সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ইকরা সব মিলিয়ে ১৩৮ কেজি উত্তোলন করে হয়েছেন প্রথম।
পুরুষ বিভাগে দুই ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। ৫৫ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ ২০৪ কেজি তুলে প্রথম হয়েছেন। ৬১ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন একই দলের মোহাম্মদ আইনউদ্দিন; স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তিনি উত্তোলন করেন ২১৬ কেজি।