Published : 30 Aug 2022, 01:09 PM
বিদায়ী আয়োজনের মঞ্চ ছিল প্রস্তুত। তবে জয় দিয়ে ইউএস ওপেন শুরু করায় এ দিন হলো না সেরে উইলিয়ামসের বিদায়। এই আসর দিয়েই তার শেষ হবে কিনা, সেই প্রশ্নও এখন জাগছে। সেরেনার কথার সূত্রেই জেগে উঠছে সংশয়টুকু।
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে শুরু হওয়া ম্যাচে মন্টেনেগ্রোর দানকা কোভিনিচিকে ৬-৩, ৬-৩ গেমে হারান সেরেনা।
সেরেনার বর্ণাঢ্য ক্যারিয়ারকে উদযাপনের দারুণ এক আয়োজন ছিল ম্যাচের পর। ৪০ বছর বয়সী তারকার ঝকমকে ক্যারিয়ার, অসংখ্য অর্জন, প্রাপ্তি, রেকর্ড, কীর্তি, সবকিছু দিয়ে সাজানো একটি ভিডিও চিত্র দেখানো হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন সেরেনার মা, স্বামী, সন্তান, বোনসহ পরিবার ও বন্ধুদের বেশ কজন।
কিছুদিন আগে ‘ভোগ’ ম্যাগাজিনে লেখা একটি কলামে সেরেনা ইঙ্গিত দেন, শিগগিরই বিদায় নেবেন টেনিস কোর্ট থেকে। সরাসরি ইউএস ওপেনের কথা না বললেও তখন ধরেই নেওয়া হয়, এই আসর দিয়েই তিনি বিদায় নেবেন কোর্ট থেকে।
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে গেলে তার সিঙ্গেলস ক্যারিয়ারের সমাপ্তি হবে ধরে নিয়ে এই ম্যাচ ঘিরে কৌতূহল ছিল অনেক। তার ক্যারিয়ার ঘিরে আয়োজনেও সেসবেরই প্রকাশ। তবে তার কথায় আভাস ভিন্ন কিছুর!
“ব্যাপারটা এখনও খুব কঠিন, কারণ এখনও পর্যন্ত এখানে (কোর্টে) থাকতে দারুণ ভালোবাসি আমি। যত টুর্নামেন্ট খেলছি, যতই মনে হচ্ছে এটিই আমার আসল জায়গা।”
এখানে ইঙ্গিত খেলা চালিয়ে যাওয়ার। তবে পরের কথায়ই আবার থেমে যাওয়ার সুর, “তবে আমার জন্য এখনই সময় পরবর্তী কিছুতে নিজেকে মেলে ধরার।”
এরপর তার কাছে নির্দিষ্ট করে জানতে চাওয়া হয় ইউএস ওপেনই কি তার শেষ? সেরেনা তখন রহস্য রেখে দিলেন আবারও।
“এটা নিয়ে আমি আসলে ঠিক নিশ্চিত নই… আপাতত অস্পষ্টই থাকুক, কারণ কে জানে (কী হবে)!”
একক ছাড়াও বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে টুর্নামেন্টের দ্বৈতেও খেলবেন সেরেনা।