Published : 30 Aug 2023, 06:07 PM
চোটজর্জর ক্যারিয়ারে আবারও বড় এক ধাক্কা খেলেন রাফায়েল ভারানে। আরেক দফা চোটের কারণে বেশ কয়েক সপ্তাহ ফরাসি ডিফেন্ডারকে পাবে না ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ভারানে। বিরতির পর তার বদলি হিসেবে মাঠে নামেন সুইডিশ ডিফেন্ডার ভিক্তর লিনদেলোভ।
ওই ম্যাচের পর ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বলেছিলেন, ঝুঁকি এড়াতে ভারানেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামাননি তারা।
এক বিবৃতিতে বুধবার ৩০ বছর বয়সী এই ফুটবলারের ছিটকে পড়ার খবর জানায় ইউনাইটেড। তবে চোটের ধরন বা তিনি কবে মাঠে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, এ যাত্রায় ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ভারানেকে।
ওল্ড ট্র্যাফোর্ডে গত দুই বছরে এই নিয়ে ৯ বার চোটের কবলে পড়লেন তিনি।
তাকে নিয়ে ইউনাইটেডের চোটে পড়া খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হলো। ভিন্ন ভিন্ন চোটে এর আগে ছিটকে গেছেন ম্যাসন মাউন্ট ও লুক শ।
মিডফিল্ডার মাউন্টের চোটের ধরন বলা হয়নি। তবে আন্তর্জাতিক বিরতির আগে তার ফেরার তেমন সম্ভাবনা নেই। পেশির চোটে বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার শ।
আগের মৌসুমে পাওয়া চোট থেকে সুস্থ না হওয়ায় এখনও মাঠের বাইরে আছেন আরেক ডিফেন্ডার মালাসিয়া।
আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার লিগে আর্সেনালের মুখোমুখি হবে ইউনাইটেড।
চলতি মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে টেন হাগের দল, হেরেছে অন্যটিতে।