Published : 25 Jun 2025, 04:37 PM
নিজের কোম্পানির এক লাখ শেয়ার বিক্রি করেছেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র সিইও জেনসেন হুয়াং।
এ শেয়ার বিক্রির মূল্য মঙ্গলবার শেয়ারবাজার খোলার সময়কার দামে প্রায় দেড় কোটি ডলারের সমান বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ বা এসইসি’র কাছে জমা দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার ও সোমবার কোম্পানির এই শেয়ার বিক্রি করেছেন হুয়াং।
এর আগে, মার্চ মাসে এনভিডিয়া ঘোষণা করেছিল, এক পরিকল্পনার আওতায় ২০২৫ সালের শেষ নাগাদ মোট ৬০ লাখ শেয়ার ধাপে ধাপে বিক্রি করবেন হুয়াং। সম্প্রতি এই শেয়ার বিক্রি কোম্পানিটির সেই বড় পরিকল্পনারই প্রথম ধাপ। মঙ্গলবার বাজার খোলার সময়কার দামে হিসাব করলে কোম্পানিটির পুরো ৬০ লাখ শেয়ার বিক্রির দাম প্রায় ৮৭ কোটি ৩০ লাখ ডলার হবে।
সোমবারের এসইসি-এর নথি অনুসারে, এখনও কোম্পানিটির ৮০ কোটির বেশি শেয়ারের মালিক এনভিডিয়া’র প্রতিষ্ঠাতা হুয়াং। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১২ হাজার ৬০০ কোটি ডলার, যা তাকে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে ১২তম ধনী ব্যক্তি হিসেবে স্থান করে দিয়েছে।
গত বছরও আগে নির্ধারিত এক পরিকল্পনার অধীনে এনভিডিয়ার প্রায় ৭০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছিলেন ৬২ বছর বয়সী এই প্রধান নির্বাহী।
সিএনবিসি লিখেছে, ২০২২ সালের ডিসেম্বরে এআই কোম্পানি ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটিকে প্রথমবারের মতো চালুর পর থেকে এনভিডিয়া’র শেয়ার আটশ শতাংশেরও বেশি বেড়েছে। চ্যাটজিপিটি চালানোর জন্য মূলত এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ খুব জরুরি। ফলে সেই সময় থেকেই কোম্পানির চিপ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ও এ কারণেই শেয়ারের দামও বেড়েছে কোম্পানিটির।
এনভিডিয়ার বিভিন্ন চিপের চাহিদা এখনও বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারের বেশিরভাগ অংশ দখল করে আছে এনভিডিয়া। এ ছাড়া, নিজেদের জিপিইউ প্রযুক্তির আরও দুইটি নতুন সংস্করণ বাজারে এনেছে কোম্পানিটি।
মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে কিছু সমস্যার মুখে এআই চিপের বিদেশী বাজার সীমিত হওয়ার আশঙ্কা থাকলেও এনভিডিয়া’র শেয়ারের দাম এ বছর নয় শতাংশ বেড়েছে।
মে মাসে নিজেদের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের আয়ের রিপোর্ট প্রকাশ করেছে এনভিডিয়া। রিপোর্টে উঠে এসেছে, কোম্পানিটির রাজস্ব আয় বছরে ৬৯ শতাংশ বেড়ে ওই প্রান্তিকে দাঁড়িয়েছে চার হাজার চারশ কোটি ডলার।