Published : 01 Jul 2025, 05:18 PM
অনেকেই মাইক্রোসফট অথেন্টিকেটরে পাসওয়ার্ড সংরক্ষণ করেন। তাদের উচিৎ হবে ওইসব পাসওয়ার্ড দ্রুততম সময়ে অন্য কোথাও সংরক্ষণ করা। শিগগিরই এ ফিচার বন্ধ করে দিচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।
এ মাস থেকেই ব্যবহারকারীরা নতুন পাসওয়ার্ড অ্যাপটিতে যোগ করতে পারবেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
কোম্পানিটি বলেছে, ২০২৫ সালের জুলাই থেকে অ্যাপটিতে পাসওয়ার্ড অটোফিল ফিচার বা স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পূরণ বন্ধ হয়ে যাবে ও অগাস্ট থেকে অ্যাপটিতে আর পাসওয়ার্ড পাওয়া যাবে না। অ্যাপে সংরক্ষিত পেমেন্ট তথ্যও জুলাইয়ের পর মুছে ফেলা হবে। এর পরের মাসে যেসব পাসওয়ার্ড সেইভ করা হয়নি সেগুলোও মুছে যাবে। তবে আধুনিক নিরাপদ লগইন পদ্ধতি পাসকি এখনও চালু থাকবে অ্যাপে।
তবে যেসব ব্যবহারকারী মাইক্রোসফট ব্যবহার চালিয়ে যেতে চান তারা কোম্পানিটির ‘এজ’ ব্রাউজার ব্যবহার করে নিজেদের সেইভ করা বিভিন্ন পাসওয়ার্ড দেখতে পারবেন। এজ ব্রাউজার ব্যবহার করেন না এমন মাইক্রোসফট অথেন্টিকেটর ব্যবহারকারীদের জন্য অন্য কোনও পাসওয়ার্ড ম্যানেজার খুঁজে নেওয়াই ভালো।
এনগ্যাজেট লিখেছে, বর্তমানে বাজারে অনেক ভালো পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে, যেগুলো যে কোনও ডিভাইসে ব্যবহার করা যায়। আর এগুলো নির্দিষ্ট কোনো হার্ডওয়্যার বা কোম্পানির সঙ্গে বাঁধা নয়।