Published : 01 Aug 2023, 07:38 PM
ভিন্ন ভিন্ন ব্যাক্তিত্ব প্রদর্শন করবে এমন একাধিক এআই চ্যাটবট সেপ্টেম্বর নাগাদ প্রকাশ করতে পারে মেটা।
কোম্পানিটি তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গ্রাহকের সঙ্গে মানুষের মতোই আলাপচারিতা চালাতে পারবে; এমন চ্যাটবটের নমুনা তৈরি করতে কাজ করে যাচ্ছে কোম্পানিটি। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে ফাইন্যান্সিয়াল টাইমস।
মেটা এমনকি এমন একটি চ্যাটবট বানাচ্ছে যেটি এব্রাহাম লিংকনের মতো কথা বলবে। অপর এক চ্যাটবট একজন সার্ফারের ব্যক্তিত্ব নিয়ে ভ্রমণ বিষয়ে উপদেশ দেবে। উভয় চ্যাটবট নিয়েই এই সামাজিক মাধ্যম জায়ান্ট পরীক্ষা চালিয়ে দেখছে।
নতুন সার্চ ফাংশন এবং রিকমেন্ডেশনে এই চ্যাটবটগুলো ব্যবহার করার কথা প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
পাঁচই জুলাইয়ে প্রকাশের পর এরমধ্যেই থ্রেডসের অর্ধেক গ্রাহক প্ল্যাটফর্মটি ছেড়ে গেছে এবং ব্যবহারকারীদের ধরে রাখতে কোম্পানিটির শীর্ষ কর্মকর্তার জোর পদক্ষেপের কথা গণমাধ্যমে আসার পরপর সামনে এল নতুন এই তথ্য।
প্রতিবেদনটির ব্যপারে রয়টার্স মেটার সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো জবাব দেয়নি।
গেল সপ্তাহে দ্বিতীয় প্রান্তিকের বিজ্ঞাপন আয় বৃদ্ধির প্রতিবেদনের সঙ্গে তৃতীয় প্রান্তিকেও আয়ের ধারা অব্যহত থাকার পূর্বাভাস প্রকাশ করেছে কোম্পানিটি।
২০২২ সালে আয়ে ব্যাপক পতনের পর এরই মধ্যে ২১ হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হওয়া কোম্পানিটিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
জুলাইয়ে লামা ২ নামের ওপেন সোর্স এআই মডেলের নতুন একটি সংস্করণ প্রকাশ করেছে মেটা, যা মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউডের কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করবে এবং উইন্ডোজ অপরেটিং সিস্টেমে চালানো যাবে।
জুলাইয়ে এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং গুগলের বার্ডের মতোই নিজেদের এআই ফ্রেমওয়ার্ক বানাচ্ছে অ্যাপল। অ্যাজাক্স নামের সেই মডেলটিকে ডেভলোপারদের কেউ কেউ ‘অ্যাপল জিপিটি’ নামেও ডাকছেন।