Published : 28 Feb 2017, 06:45 PM
ঠিক কী পরিমাণ অর্থের বিনিময়ে এ ক্রয় সম্পন্ন হয়েছে তা নিয়ে কিছু প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।
পকেট হচ্ছে একটি অ্যাপ যার মাধ্যমে ওয়েব ব্যবহারের সময় ব্যবহারকারীরা পড়ার জন্য যে কোনো লিংক তাদের পড়ার তালিকায় সেইভ করতে পারেন। পরবর্তীতে যে কোনো ডিভাইসে অ্যাপটি থেকে ওই কনটেন্ট অ্যাকসেস করা যায়। বর্তমানে অ্যাপটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এক কোটি। নয় বছরেরও বেশি সময় ধরে বাজারে থাকা অ্যাপটির মাধ্যমে তিনশ’ কোটিরও বেশি কনটেন্ট সেইভ করা হয়েছে।
বর্তমানে বিজ্ঞাপন আর বিশ্লেষণা ডেটা সরবরাহই পকেট-এর আয়ের মূল উৎস। এ ছাড়াও প্রতিষ্ঠানটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা দিয়েও আয় করে থাকে। এর আগে প্রতিষ্ঠানটি ১৪.৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে।
মজিলা জানিয়েছে, তারা পকেট-এর মূল কর্মীদলকে মজিলা’র কনটেক্সট গ্রাফ প্রকল্পে কাজে লাগাবে। কনটেক্সট গ্রাফ হচ্ছে একটি পরামর্শদাতা ইঞ্জিন যা ব্যবহারকারীদের তাদের কনটেন্ট খোঁজার সময় সে সম্পর্কিত অন্যান্য কনটেন্টও দেখাবে।