Published : 10 Apr 2017, 06:19 PM
এই ব্যবস্থায় একটি ড্যাশবোর্ড ক্যামেরা ও একটি অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এই অ্যালগরিদম গাড়ির কাছে কোনো বস্তু আছে কিনা, রাস্তায় কোনো গরু আছে কিনা বা এর চলাচল গাড়ির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কিনা তা শনাক্ত করবে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
এমন কোনো কিছু শনাক্ত হলে এই ব্যবস্থাটি অডিও বা ভিজুয়াল উপায়ে চালককে সতর্কবার্তা দেবে।
এ ব্যবস্থা বানানো নিয়ে ইন্দোনেশিয়ান জার্নাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স- একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে গবেষকরা বলেন, “গরু শনাক্তকরণের ক্ষেত্রে প্রস্তাবিত এই ব্যবস্থা ৮০ শতাংশ কার্যকারিতা অর্জন করেছে।”
এই গবেষণার গবেষক গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি ইন আহমেদাবাদ-এর ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এর শচীন শর্মা ও ধর্মেশ শাহ-এর তথ্যমতে, প্রস্তাবিত এই ব্যবস্থা কম খরুচে। মহাসড়কে পরীক্ষার পর উচ্চমাত্রায় নির্ভরযোগ্য এই ব্যবস্থা খুব সহজে রাস্তায় গরু বা অন্য কোনো প্রাণি শনাক্তে অটোমোবাইলে ব্যবহার করা যেতে পারে।
এই অ্যালগরিদমেও রাতে গাড়ি চালানোর সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন গবেষকরা।