Published : 11 Dec 2017, 05:52 PM
গোয়েন্দা সংস্থাটির অভিযোগ চীনা গোয়েন্দারা ব্যবসায়ভিত্তিক সামাজিক মাধ্যমটি ব্যবহার করে অন্তত ১০ হাজার জার্মানকে লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। এক্ষেত্রে হয়তো তাদেরকে সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়াই চীনের উদ্দেশ্য বলেই জানিয়েছে অভিযোগকারী সংস্থাটি।
এ উদ্দেশ্যে ব্যবহৃত ভুয়া প্রোফাইলের একটি সংখ্যাও প্রকাশ করেছে বিএফভি। সংস্থাটির প্রধান হ্যান্স-জর্জ ম্যাসেন বলেন, “বিশেষত সংসদ, মন্ত্রণালয় আর সরকারি সংস্থাগুলো থেকে তথ্য নিতে এটি একটি বিস্তৃত প্রচেষ্টা।”
এর আগে বরাবরই এ ধরনের সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে চীন। আর জার্মানির নতুন এই অভিযোগ নিয়ে দেশটি এখনও কোনো জবাব দেয়নি বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
জার্মান লিঙ্কডইন প্রোফাইলগুলোর সঙ্গে যোগাযোগে ব্যবহৃত সবচেয়ে ‘সক্রিয়’ আটটি প্রোফাইলের নাম প্রকাশ করেছে বিএফভি। এই প্রোফাইলগুলো অন্য ব্যবহারকারীদের প্রলোভিত করতে বানানো হয়েছে আর এগুলোতে কমবয়সী চীনা পেশাদারদের প্রচারণা চালানো হচ্ছে, যাদের কোনো অস্তিত্বই নেই বলেও অভিযোগ করা হয়েছে।
প্রকাশিত প্রোফাইলগুলোর মধ্যে একটির নাম ‘অ্যালেন লিউ’, যার পরিচয় বলা হচ্ছে তিনি একটি অর্থনীতিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। আর একটি প্রোফাইলের নাম ‘লিলি উ’, পরিচয়ে বলা আছে তিনি প্রায়ই চীনের পূর্বাঞ্চলের একটি পরামর্শক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে কাজ করেন। এই দুটি অ্যাকাউন্টই ভুয়া বলে দাবি বিএফভি’র।
এই উপায়ে চীনা গোয়েন্দা সংস্থা উচ্চপদস্থ রাজনীতিবিদদের তথ্যদাতা হিসেবে নিয়োগের চেষ্টা চালাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জার্মান সংস্থাটি। যেসব ব্যবহারকারী ধারণা করছেন তারাও এ ধরনের সন্দেহভাজন কোনো অ্যাকাউন্টের লক্ষ্যে পরিণত হয়েছেন তাদেরকে সংস্থাটির সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।