Published : 16 Jan 2018, 12:08 PM
ওই তরুণদের বিরুদ্ধে অভিযোগ- তারা মেসেঞ্জারে ১৫ বছর বয়সী দুইজনের যৌনতার ভিডিও ছড়িয়েছেন-- খবর বিবিসি’র।
পুলিশ জানায়, এটি শিশুদের অশ্লীল ছবি ছড়ানোর মতো বিষয় হতে পারে। যে দুইজনের ভিডিও করা হয়েছে তাদের বয়স ১৮ বছরের নিচে।
ফেইসবুকের পক্ষ থেকে মার্কিন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে মার্কিন কর্তৃপক্ষ ডেনমার্ক পুলিশকে বিষয়টি অবহিত করে।
এ ঘটনায় ডেনমার্ক জুড়ে ১০০৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। আগের বছর শরৎকালে মেসেঞ্জারের মাধ্যমে এই যৌনতাবিষয়ক উপাদানগুলো ছড়ানো হয়।
সন্দেহভাজনদের মধ্যে কয়েকজন এমন রয়েছেন যাদের বয়স ১৮ বছরের বেশি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডাকা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের সঙ্গে বাবা-মায়ের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।
ড্যানিশ পুলিশ সুপার বলেন, তরুণরা যাতে আর কখনও যৌনতার ভিডিও না ছড়ায় এজন্য তাদেরকে সতর্ক করতেই অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগে কেউ দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের ২০ দিনের মতো শর্তসাপেক্ষ কারাদণ্ড দেওয়া হতে পারে। আর শিশুদের অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে ১০ বছরের জন্য শিশু পর্নোগ্রাফি অপরাধীর তালিকায় রাখা হবে।