Published : 17 Nov 2018, 09:23 PM
মাস্ক শনিবার এক টুইটে বলেন, “বোরিং কোম্পানি অন্য আরেকটি মাইলফলক স্পর্শ করলো!” সেইসঙ্গে এজন্য প্রতিষ্ঠানটিকে স্বাগত জানান তিনি। এই সুড়ঙ্গকে ‘অত্যাধুনিক প্রযুক্তি’’ হিসেবে আখ্যা দিয়ে টুইটে সুড়ঙ্গ খননে ব্যবহৃত একটি মেশিনের ভিডিও পোস্ট করেন।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স-এর প্রধান কার্যালয়ের একটি অংশে পার্কিং লটে এই সুড়ঙ্গ খনন শুরু হয়।
লস অ্যাঞ্জেলসে বোরিং কোম্পানির পরীক্ষামূলক সুড়ঙ্গটি শুরু হতে আর প্রায় এক মাস বাকি।
চলতি বছর অক্টোবরের শুরুতে মাস্ক এক ঘোষণায় জানান বোরিং কোম্পানি বানানোর প্রায় শেষ। ১০ ডিসেম্বর থেকে এই সুড়ঙ্গ যাত্রা শুরু করতে পারে বলে জানান তিনি।
আরও খবর-