Published : 19 Mar 2019, 06:18 PM
২৫০টি অ্যান্ড্রয়েড অ্যাপ পরীক্ষা করেছে এভি-কম্প্যারেটিভস নামের অ্যান্টি-ভাইরাস পরীক্ষাকারী প্রতিষ্ঠান। এর মধ্যে বেশিরভাগ অ্যাপই সন্দেহজনক, অনিরাপদ এবং অকার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, ২০০০ পরিচিত ঝুঁকিপূর্ণ ফাইল দিয়ে অ্যাপগুলো পরীক্ষা করেছেন গবেষকরা।
পরীক্ষায় দেখা গেছে ১০টির মধ্যে একটিরও কম অ্যাপ সফলভাবে সব ঝুঁকিগুলো আটকাতে পারছে। আর দুই তৃতীয়াংশ অ্যাপ ৩০ শতাংশও ঝুঁকি এড়াতে পারেনি।
এভি-কম্প্যারেটিভস প্রধান আন্দ্রেয়াস ক্লেমেনটি বলেন, “যদিও আগের বছর থেকে বাজারে অ্যান্ড্রয়েড নিরাপত্তা অ্যাপের সংখ্যা বাড়ছে, আমাদের পরীক্ষায় দেখা গেছে খুব অল্প সংখ্যক অ্যাপ আসলেই কার্যকরভাবে সুরক্ষা দেবে।”
“আগের বছর পরীক্ষায় এক তৃতীয়াংশ অ্যাপ ৩০ শতাংশের কম ভাইরাসযুক্ত ফাইল শনাক্ত করতে পেরেছে, চলতি বছর এটি বেড়ে দুই তৃতীয়াংশে দাঁড়িয়েছে।”
“গুগল প্লে স্টোরে রেটিং হয়তো অ্যাপটি ব্যবহারের জন্য সহজ কিনা তা দেখাবে। কিন্তু এটি আসলে কার্যকর কিনা তা আলাদাভাবে পরীক্ষা না করে বলতে পারবেন না গ্রাহক,” যোগ করেন ক্লেমেনটি।