Published : 06 Feb 2020, 01:53 PM
এর আগে নিজেদের প্রতিষ্ঠিত স্টার্টআপ ছেড়ে গেছেন ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ বিভিন্ন স্টর্টআপের উদ্যোক্তারা। ইউটিউবকে কিনে নিয়েছিল গুগল, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম গেছে ফেইসবুকের হাতে আর রেকর্ড ২৭০০ কোটি ডলারে লিংকডইন গিয়েছিল মাইক্রোসফটের মালিকানায়।
লিংকইনে এক দশকের বেশি সময় পার করেছেন ওয়েইনার। মাইক্রোসফটের লিংকডইন অধিগ্রহনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন ওয়েইনার।
এক ঘোষণায় বলা হয়, ১ জুন থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন পণ্য বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট রায়ান রোজলানস্কি-- খবর আইএএনএস-এর।
বর্তমানে লিংকডইনের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের নেতৃত্বে রয়েছেন রোজলানস্কি। প্রধান নির্বাহী হওয়ার পর সরাসরি মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলার তত্ত্বাবধানে কাজ করবেন তিনি।
২০০৮ সালের ডিসেম্বরে নির্বাহী চেয়ারম্যান হিসেবে লিংকডইনে যোগ দেন ওয়েইনার।
বুধবার প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “তার নেতৃত্বে বিশ্বজুড়ে ৩০টির বেশি কার্যালয়ে আমাদের কর্মীর সংখ্যা ৩৩৮ থেকে ১৬ হাজার পার হয়েছে, আমাদের সদস্য সংখ্যা তিন কোটি ৩০ লাখ থেকে প্রায় সাড়ে ৬৭ কোটি হয়েছে এবং আমাদের ১২ মাসের আয় সাত কোটি ৮০ লাখ ডলার থেকে সাড়ে সাতশ’ কোটি ডলারে উন্নীত হয়েছে।”
প্রতিষ্ঠানটি আরও জানায়, “আমাদের গ্রাহক যারা আমাদের বার্ষিক আয় সাড়ে সাতশ’ কোটি মার্কিন ডলারে নিয়েছে তারা লিংকডইনের মেধা, প্রচারণা, বিক্রি এবং শিক্ষার পণ্য ব্যবহার করে তাদের প্রতিষ্ঠান বড় করেছে।”