Published : 07 Sep 2024, 02:24 PM
শিশুদের জন্য নির্দিষ্ট শরীরের ধরনকে ‘আদর্শ’ হিসেবে দেখানো স্বাস্থ্য ও ফিটনেস সংশ্লিষ্ট ভিডিও সুপারিশ সীমিত করছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব।
প্ল্যাটফর্মটি বলছে, ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা এখনও ফিটনেস বা স্বাস্থ্য সম্পর্কিত কনটেন্ট অনুসন্ধান করতে পারবে। তবে, এসব ভিডিও প্ল্যাটফর্মটি সয়ংক্রিয়ভাবে তাদের কাছে সুপারিশ করবে না বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ ধরনের কনটেন্ট বারবার দেখলে শিশুদের নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে এমন উদ্বেগ থেকেই এ পদক্ষেপ এসেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিশেষজ্ঞরা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বলেছেন শিশুদের জন্য ফিটনেস ও স্বাস্থ্য সম্পর্কিত “বিস্তৃত আলোচনার” জায়গাও থাকা দরকার।
সাধারণত ব্যবহারকারীরা নির্দিষ্ট ভিডিও দেখা শেষ করলে সঙ্গে সঙ্গে ভিডিও’র সাইডবারে সংশ্লিষ্ট ভিডিও দেখানোর পাশাপাশি একইরকম কনটেন্ট সুপারিশ করা বাড়িয়ে দেয় ইউটিউব।
প্ল্যাটফর্মটি বলছে, শিশুরা যখন নির্দিষ্ট ধরনের ভিডিও দেখবে তখন এ ফিচার কাজ করবে না। এসব ভিডিওর মধ্য রয়েছে, শারীরিক বৈশিষ্ট্যের তুলনা দেখানো ও কিছু শরীরের আকারকে অন্যের তুলনায় আদর্শ হিসেবে উপস্থাপন করে এমন ভিডিও। নির্দিষ্ট ‘ফিটনেস লেভেল’ বা শরীরের ওজনকে আদর্শ করে দেখানো ভিডিও। সামাজিক আগ্রাসন বাড়ায় এমন সংঘাত বা ভয় দেখানোর মতো ভিডিও।
অনলাইন কনটেন্টে বার বার নির্দিষ্ট আদর্শ ও মানের কথা উঠে এলে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের নিজেদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরির সম্ভাবনা বেশি থাকে বলে ইউটিউবের ‘ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি অ্যাডভাইজরি কমিটি’ লক্ষ্য করার পরপরই প্ল্যাটফর্মটি এ পদক্ষেপ নিল।
তবে, ভিডিওর ওপর বিধিনিষেধ শুধু তখনই সম্ভব যখন ব্যবহারকারীরা সঠিক জন্ম তারিখ নিবন্ধন করে ইউটিউব অ্যাকাউন্টে লগইন করবেন।
প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের দাবি করা বয়স যাচাই করার কোনো উপায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও তাদের শরীর বিষয়ে ধারণার মধ্য সম্পর্ক থাকায় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্কটল্যান্ডের স্ট্র্যাথক্লাইড ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ড. পেটিয়া একলার, তিনি শরীরের ধারণা ও সোশাল মিডিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করেন।
তবে, তিনি বিবিসিকে এও বলেছেন যে এ বিষয়ে এখনও অনেককিছু করার বাকি আছে।
“পরিবারের মধ্যে ফিটনেস ও স্বাস্থ্যের আরও বিস্তৃত আলোচনায় এটি থাকতে হবে। পাশাপাশি বুঝতে হবে, স্বাস্থ্য ও সুস্থতা বাড়াতে ব্যায়াম একটি দারুণ উপায়। এটি কেবল চেহারা ভালো দেখানোর জন্য করা ঠিক নয়।”
এ ছাড়া, ইউটিউব প্ল্যাটফর্মে সন্তানদের কার্যকলাপের ওপর নজর রাখাতে অভিভাবকদের জন্য নতুন ফিচারও আনছে কোম্পানিটি।
পরিবারের টিনএজারদের অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন মা-বাবারা। এতে বাচ্চাদের ভিডিও আপলোড, সাবস্ক্রিপশন, কমেন্ট দেখার পাশাপাশি ভিডিও আপলোড করলে বা লাইভ স্ট্রিম চালু করলে, তারও নোটিফিকেশন যাবে অভিভাবকদের কাছে।