Published : 19 Feb 2024, 05:07 PM
যানবাহনের ধোঁয়া থেকে কার্বন নিঃসরণ কমিয়া আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে কঠোর নীতিমালা এনেছিল, তা তুলে নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি।
‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’র (ইপিএ)’ এ নীতিমালা বহাল থাকলে ২০৩২ সাল নাগাদ নিজস্ব ইভি ব্যবসাকে মূল ব্যবসায় পরিণত করার বাধ্যবাধ্যকতা থাকবে গাড়ি নির্মাতা মার্কিন কোম্পানিগুলোর জন্য।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রধানরা ইভি উৎপাদনের খরচ কমিয়ে আনতে ও দেশব্যাপী চার্জিং অবকাঠামো স্থাপনের লক্ষ্যে প্রশাসনের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছিলেন।
এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন নতুন ইভি কারখানায় কাজ করা কর্মীদের ইউনিয়ন সদস্যপদের মেয়াদ বাড়ানোর জন্য বাইডেন এ শিল্পের শ্রমিক নেতাদের আরও সময় দেওয়ার বিষয়ে চাপ দিয়ে আসছেন বলে প্রতিবেদনে লিখেছে টাইমস।
এ মুহুর্তে শ্রমিক ইউনিয়নের সমর্থন বাইডেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি আবার নির্বাচনের মুখোমুখি হচ্ছেন, যেখানে ভয়ানক জলবায়ু পরিস্থিতি নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন নির্বাচনী প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের মুখোমুখি হচ্ছেন তিনি।
২০১৩ সাল থেকে প্রতি বছরই বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, যা ২০১০ সালের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে গত বছর উঠে এসেছে ‘ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’-এর প্রতিবেদনে। গত ৪৭ বছরের হিসাবে, ২০২৩ সালে বিশ্বে গড়ে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে।
‘ইপিএ’র মূল নীতিমালায়, ২০৩২ সালের মধ্যে হালকা-ধাঁচের নতুন গাড়ি বিক্রির ৬৭ শতাংশ ও মাঝারিমানের নতুন গাড়ি বিক্রয়ের ৪৬ শতাংশ ইভি’তে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।