Published : 30 Jul 2023, 02:45 PM
আপত্তিকর টুইটের কারণে আট মাস নিষেধাজ্ঞা কাটিয়ে এবার রিব্র্যান্ড করা টুইটার ‘এক্স’-এ ফিরে এসেছেন মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট।
‘ইয়ে’ নামে পরিচিত এই র্যাপারের বিরুদ্ধে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটিতে সহিংসতায় উস্কানী সংশ্লিষ্ট নীতিমালা ভঙ্গের অভিযোগ ওঠেছিল।
ইলন মাস্কের ‘এক্স’ নামে রিব্র্যান্ড করা সাইটটিতে ফেরার পর তাকে এখনও কোনো পোস্ট করতে দেখা যায়নি।
ইয়ে’র অ্যাকাউন্টে এখন দেখাচ্ছে, তার সর্বশেষ পোস্ট ছিল ২০২২ সালের পয়লা ডিসেম্বরে, তার অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঠিক একদিন আগে। সে সময় মাস্ক বলেন, ইয়ে সামাজিক মাধ্যমটির ‘সহিংসতায় প্ররোচনা সংশ্লিষ্ট নীতিমালা’ ভেঙেছেন ও তার অ্যাকাউন্ট নিষিদ্ধ হবে।
এর আগে বেশ কয়েকটি আপত্তিকর টুইট করেন ইয়ে। যার একটিতে নাৎসি স্বস্তিকা চিহ্নের সঙ্গে ইহুদিদের প্রতীক ‘স্টার অফ ডেভিড’ ছিল।
এর দুই মাস আগে অক্টোবরে ইহুদিবিরোধী বার্তা পোস্ট করায় ইয়ে’র টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। উভয় প্ল্যাটফর্ম থেকেই সে সময়ে তার পোস্ট সরিয়ে ফেলা হয়।
একই মাসে স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাসও এই র্যাপারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলে। এর কারণ হিসেবে কোম্পানিটি বলেছে, তারা ‘ইহুদী বিরোধী মনোভাব বা কোনো ধরনের ঘৃণামূলক বক্তব্য’ সমর্থন করে না।
গত বছরের মার্চেও কৌতুকাভিনেতা ট্রেভর নোয়াকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট একদিনের জন্য বন্ধ ছিল।
শনিবার ইয়ের অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিষয়ে এক্স বা প্ল্যাটফর্মটির মালিক মাস্ক কোনো প্রকাশ্য বক্তব্য দেননি।
গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও অ্যাকাউন্ট ফিরিয়েছেন মাস্ক। এর আগে তিনি একটি জরিপ চালান, যেখানে ৫১ দশমিক আট শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পের ফেরার পক্ষে ভোট দেন।
তবে ট্রাম্প বলেছেন, তার সাইটটিতে ফেরার ইচ্ছা নেই।