Published : 07 Oct 2023, 04:06 PM
অ্যাপলের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল গুগলের কোটি কোটি ডলার --এমনই দাবি সার্চ ইঞ্জিন ডাকডাকগো’র সিইও গ্যাব্রিয়েল উইনবার্গের।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গুগলের বিরুদ্ধে আনা ‘ঐতিহাসিক’ অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে জমা দেওয়া নথিতে এ দাবি করেছেন উইনবার্গ।
বিভিন্ন স্মার্টফোন নির্মাতা কোম্পানির ডিভাইসে নিজস্ব সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে গুগল যে বার্ষিক এক হাজার কোটি ডলার অর্থ পরিশোধ করে, তাতে ডাকডাকগো’র ওপর কী প্রভাব পড়ে, তা নিয়ে ২১ সেপ্টেম্বর আদালতে সাক্ষ্য দিয়েছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা উইনবার্গ।
এমনকি উইনবার্গের সাক্ষ্যের কয়েকটি অংশ গোপনেও নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
বুধবারে সংশোধিত এক নথিতে দেখা যায়, ২০১৪ সালে অ্যাপল ডিভাইসে ডাকডাকগো’কে সার্চ ইঞ্জিনের অপশন হিসেবে রাখতে কোম্পানি দুটি চুক্তি করেছিল। তবে, এর পর থেকেই ডাকডাকগো নিজস্ব সার্চ ইঞ্জিনকে সেইসব ব্যবহারকারীর ডিভাইসে ডিফল্ট করার জন্য অ্যাপলকে চাপ দিচ্ছিল, যারা প্রাইভেট মোডে কাজ করতে চান।
উইনবার্গ বলেন, ২০১৬ সালে ‘ব্যাপক আগ্রহ’ দেখিয়েছিল অ্যাপল। এ ছাড়া, ডাকডাকগো’কে প্রাইভেসি মোডে ডিফল্ট হিসেবে রাখা নিয়ে দুই কোম্পানির নির্বাহীরা ২০১৭ ও ২০১৮ সালে বৈঠকও করেছিলেন। উইনবার্গ সাক্ষ্যে বলেন, সার্চ বাজারের প্রায় আড়াই শতাংশ ডাকডাকগো’র দখলে আছে।
উইনবার্গ আরও যোগ করেন, এই পরিবর্তন নিয়ে গুগল হয়ত আপত্তি করবে, ওইসব বৈঠকে এমন শঙ্কা প্রকাশ করেন অ্যাপলের কর্মকর্তারা। তবে, ২০১৯ সালে ওই চুক্তি নিষ্ক্রিয় হয়ে যায়। উইনবার্গের মতে, এর কারণ ছিল গুগলের অর্থ পরিশোধ।