সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের বাস্তবতায় উপযোগী? প্রশ্ন তারেকের
সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের বর্তমান বাস্তবতায় উপযোগী কি না এবং এটি ‘পতিত ফ্যাসিস্টদের’ পুনর্বাসনের সুযোগ তৈরি করবে কি না, সেসব বিষয় রাজনৈতিক দলের নেতাদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।