এক যুগ পেরিয়ে এসে রেয়াল মাদ্রিদে নিজের শেষ দেখতে পাচ্ছেন লুকা মদ্রিচ। রেয়াল ও ক্রোয়েশিয়ার জার্সিতে আলো ছড়ানো এ তারকা হুট করেই ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে স্পেনের অন্যতম সফল এ ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন। ব্যালন দ’র জয়ী এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে এক বার্তায় জানিয়েছেন, শনিবার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বের্নাবেউতে তার শেষ ম্যাচ।