Published : 15 May 2024, 10:21 PM
রাশিয়ার বিরুদ্ধে লড়ে যাওয়া ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করতে হঠাৎ করে কিইভে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।সেখানেই একটি বারে হাতে লাল গিটার নিয়ে রকস্টারের মতো গান গাইতে দেখা গেছে তাকে।
ব্লিংকেনের ইউক্রেইন সফর নিয়ে আগাম কোনও খবর ছিল না। মঙ্গলবার ভোরে ট্রেনে চেপে পোল্যান্ড থেকে ইউক্রেইনের রাজধানী কিইভে পৌঁছান তিনি। খারকিভ অঞ্চলের উত্তরে রাশিয়ার স্থল আগ্রাসন শুরুর কয়েকদিন পরে এ সফরে গেলেন ব্লিনকেন।
কিইভে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেছে মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রীকে। ইউক্রেইনকে বার্তা দিতে কিইভের একটি বার পরিদর্শনের সময় হাতে গিটার তুলে নেন তিনি।
মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ব্লিনকেন বলেন, “যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বেশিরভাগ দেশ কেবল ইউক্রেইনের জন্য নয়, মুক্ত বিশ্বের জন্য লড়াই করছে।”
এরপর মঞ্চে দাঁড়িয়ে স্থানীয় ১৯.৯৯ নামক একটি ব্যান্ডের সঙ্গে নীল ইয়ং-এর ‘রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি গিটার বাজিয়ে কোরাসে গেয়েছেন তিনি। এই রক অ্যান্থেমটি বার্লিন প্রাচীর ভেঙ্গে পড়ার ঠিক আগে ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল।
গানটি গাওয়ার আগে আগে মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত দর্শকশ্রোতাদের উদ্দেশে ব্লিঙ্কেন বলেছিলেন, “এটি সত্যিই এক কঠিন সময়। আপনাদের সেনারা, নাগরিকরা বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে প্রচণ্ড ভোগান্তিতে আছে। তবে তাদের জানা প্রয়োজন, আপনারও জানা প্রয়োজন যে, যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে। সুতরাং বিশ্বের বেশির ভাগ অংশই আপনাদের সঙ্গে আছে। তারা কেবল ইউক্রেইনের জন্য নয়, মুক্ত বিশ্বের জন্য লড়ছে। আর এই মুক্ত বিশ্বও আপনাদের সঙ্গে আছে।”
‘রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি সোভিয়েত ইউনিয়ন যুগের একটি প্রতিবাদী গান। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে বিক্ষোভ উত্তাল সময়টিতে এই গানটি প্রথম পরিবেশন করা হয়েছিল। পরে ইউএসএসআর ভেঙে গিয়ে ইউক্রেইনসহ আরও স্বাধীন দেশ সৃষ্টি হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেশ দক্ষতার সঙ্গেই গানটিতে গিটার বাজিয়েছেন বলে প্রশংসা করেছে ইউক্রেইনের ১৯.৯৯ ব্যান্ড দলটি।
গত মাসে ইউক্রেইনকে অনুদান দেওয়ার জন্য বিশাল অঙ্কের বিল পাস করেছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। রিপাবলিকান সেনেটরদের প্রবল বাধার মুখেও দীর্ঘ সময় ঝুলে থাকার পর বিলটি কংগ্রেসের দুই কক্ষে পাস হয়। তারপর এই প্রথম বাইডেন প্রশাসনের উচ্চপদস্থ কোনও কর্মকর্তা ইউক্রেইন সফর করলেন।
ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলে এখন স্থলপথে তীব্র আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। গত তিন দিনের মধ্যে খারখিভ এলাকায় ১০ টিরও বেশি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। এ পরিস্থিতিতেই আচমকা ব্লিনকেনের ইউক্রেইন সফর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, কঠিন এই পরিস্থিতিতে ইউক্রেইনবাসীকে পাশে থাকার আস্বাস দিতেই কিইভ সফর করেছেন ব্লিনকেন।