Published : 18 May 2025, 10:15 PM
ক্যাথলিক চার্চের পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন পোপ লিও চতুর্দশ।
সেন্ট পিটার্স স্কয়ারে পোপ তার অভিষেক উপলক্ষে আয়োজিত পবিত্র প্রার্থনা অনুষ্ঠান শেষের পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, রাজপরিবার ও ধর্মীয় নেতারা এই প্রার্থনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন জেলেনস্কিও।
সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পোপ তার অভিষেকের ভাষণে ইউক্রেইন যুদ্ধ নিয়ে উদ্বেগ তুলে ধরেন।
এর আগের সপ্তাহে তিনি ভ্যাটিকানকে শান্তি আলোচনার সম্ভাব্য স্থান হিসাবে প্রস্তাব করেছিলেন। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক নাকচ করার পর পোপ এই প্রস্তাব দেন।
রোববারের ভাষণে পোপ ঘৃণা, সহিংসতা, কুসংস্কারের সমালোচনা করেন। ইউক্রেইন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপর্যস্ত ইউক্রেইন শেষ পর্যন্ত একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য অপেক্ষায় আছে।”
পরে ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে পোপের হাত মেলানোর ছবি দেখা যায় গণমাধ্যমে।
পোপের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি ভাটিকানকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেইনের মধ্যকার সরাসরি আলোচনার প্লাটফর্ম হতে তৈরি থাকার জন্য।