Published : 27 Jun 2025, 04:37 PM
উত্তর কোরিয়ায় চাল, ডলার ও বাইবেল পাঠানোর চেষ্টা করা ৬ মার্কিন নাগরিককে আটক করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
ওই মার্কিনিরা প্রায় এক হাজার ৩০০টি প্লাস্টিকের বোতলে করে এসব পাঠানোর চেষ্টা করেছিলেন, শুক্রবার এমনটাই বলেছেন দক্ষিণ কোরিয়ার এক পুলিশ কর্মকর্তা।
ইনচন গাংহোয়া থানার ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিনিদের ওই দলটি রাজধানী সিউলের পশ্চিমে সীমান্তবর্তী একটি দ্বীপ থেকে সাগরপথে বোতলগুলো ভাসিয়ে পাঠানোর চেষ্টা করছিল, তখন সামরিক বাহিনীর একটি টহল দলের তা চোখে পড়ে।
সম্প্রতি ‘ঝুকিঁপূর্ণ এলাকা’ ঘোষণা করা একটি জায়গায় এমন কার্যকলাপের মাধ্যমে এই ছয়জন দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে, বলেছেন ওই কর্মকর্তা।
“আমরা দোভাষীর মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের মুক্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কে ব্যাপক টানাপড়েন দেখা গেলেও চলতি জুনেই ক্ষমতা নেওয়া দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি এরই মধ্যে সীমান্তে উত্তর কোরিয়াবিরোধী লাউডস্পিকারের সম্প্রচার স্থগিত করেছেন এবং দক্ষিণ কোরিয়ার যেসব কর্মীরা হিলিয়াম বেলুনে করে উত্তরের নেতাদের সমালোচনামূলক লিফলেট পাঠাচ্ছিলেন, তাদেরকে তা না করতে অনুরোধ করেছেন।