Published : 19 Apr 2025, 09:39 PM
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পরব উপলক্ষ্যে ইউক্রেইনে রোববার পর্যন্ত একতরফা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাশিয়া সব ধরনের আক্রমণ বন্ধ করে ২০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত তা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় সব ধরনের শত্রুতা বন্ধ রাখার জন্য পুতিন তার বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন।
ক্রেমলিনে এক বৈঠকে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভকে পুতিন বলেন, “মানবিক বিবেচনার ভিত্তিতে রাশিয়ার পক্ষ ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা করছে। এই সময়ের জন্য আমি সকল সামরিক তৎপরতা বন্ধ রাখার আদেশ দিচ্ছি।
“আমরা অনুমান করছি ইউক্রেইন আমাদের উদাহরণ অনুসরণ করবে। একই সময়ে শত্রুর যে কোনো উস্কানি ও সম্ভাব্য লঙ্ঘন, আক্রমণাত্মক পদক্ষেপ প্রতিহত করার জন্য আমাদের সেনাদের প্রস্তুতও থাকতে হবে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিশেষ সামরিক অভিযানের’ এলাকাগুলোতে থাকা সব সেনাদলের কমান্ডারদের যুদ্ধবিরতির বিষয়ে নিদের্শনা দিয়েছে তারা।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ইউক্রেইন যদি ‘পারস্পরিক শ্রদ্ধা’ প্রদর্শন করে তবে রাশিয়ার সেনারা এই যুদ্ধবিরতি মেনে চলবে।
পুতিনের এই ইস্টার যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তির জন্য আলোচনার দিকে ধাবিত হবে হবে কি না, তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
মস্কোর ঘোষিত এই যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেইন তাদের উদাহরণ অনুসরণ করবে বলে আশা করছে তারা।
পুতিনের ঘোষণার পর জেলেনস্কি ইউক্রেইনের আকাশে রুশ ড্রোনের আনাগোনার নিন্দা করে বলেছেন, “এটিই ইস্টার ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব।”
ইউক্রেইন এই যুদ্ধবিরতি গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে, তার বিস্তারিত এখনও শেয়ার করেনি।
পুতিনের এ আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা এমন এক সময় এলো যখন ইউক্রেইন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনা প্রায় স্থবির হয়ে আছে।
মস্কো ও কিইভ একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি কঠিন করে তুললে যুক্তরাষ্ট্র আরও আলোচনার মধ্যস্থতা থেকে সরে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপরই পুতিন এই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেন।