Published : 20 Jun 2025, 10:53 PM
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই সুইজারল্যান্ডের জেনিভায় শুরু হয়েছে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক আলোচনা।
তবে আলোচনার টেবিলে শান্তির আহ্বান থাকলেও মাঠে লড়াই থেমে নেই। এরই মধ্যে আলোচনা নিয়ে কে কী বলেছেন, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফ্রান্সের প্রস্তাব ও শর্ত:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে একটি কূটনৈতিক প্রস্তাব দেওয়া হবে ইরানকে। তবে তার জন্য শর্ত হচ্ছে—ইরানকে আগে আলোচনায় সদিচ্ছা দেখাতে হবে। চারটি মূল বিষয় প্রস্তাবে থাকবে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের মূল্যায়ন
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মনে করছেন, কূটনৈতিক সমাধানের জন্য ‘এই দুই সপ্তাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়’। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় ঘোষণার পর ল্যামি বলেন, “এখনও একটি পথ খোলা আছে—এখনই আলোচনা ফলপ্রসূ করার সময়।”
ইসরায়েলের কড়া অবস্থান:
জেনিভায় ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানিয়েল মেরন বলেছেন, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা যেন ইরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুটিয়ে নেওয়ার জন্য দাবি তোলেন।
তার মতে, কেবল যুদ্ধবিরতির আহ্বান যথেষ্ট নয়; ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়েও কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে বলেছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না।
জাতিসংঘ বলছে ‘আস্থা সংকট’:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ফের সতর্ক করেছেন। তিনি বলেছেন, এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোটা অঞ্চলই ধ্বংস হয়ে যাবে।
গুতেরেসের মতে, “এই সংঘাতের মূলে আছে ‘পারমাণবিক প্রশ্ন’। তিনি বলেন, ইরান বহুবার বলে এসেছে তারা পারমাণবিক অস্ত্র চায় না। কিন্তু এখানে যে এক আস্থা সংকট আছে সেটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে।
অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ‘গুরুত্বপূর্ণ আলোচনায়’ ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস।
সংঘাতের সমাধান পাওয়া যেতে পারে: পুতিন
ইরান ও ইসরায়েলের সংঘাতের সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। মস্কো দুই পক্ষের সঙ্গেই কথা বলছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক বক্তব্যে তিনি বলেন, “আমাদের কিছু প্রস্তাব আছে, যেখানে রাশিয়া অংশ নিতে পারে।
তবে এটি যে কোনওভাবেই মধ্যস্থতা নয় সে বিষয়টি স্পষ্ট করেছেন পুতিন। তিনি বলেন, “আমরা মধ্যস্থতা চাইছি না। আমরা কেবল ধারণা তুলে ধরছি।”
পুতিনের ভাষ্য, ইরান ও ইসরায়েল উভয়ের পক্ষেই গ্রহণযোগ্য হবে এমন একটি সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে। “আমার মতে এ ধরনের সমাধান আছে”, বলেন তিনি।