Published : 22 Jun 2024, 07:17 PM
ভারতের বিহার রাজ্যের শিভান জেলায় আরেকটি সেতু ধসের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।
স্থানীয় গণ্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ার সময় বিকট শব্দ হয়। এমনকি পার্শ্ববর্তী দ্বারভাঙ্গা জেলার রামগড় পর্যন্ত এ শব্দ শোনা যায় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
তবে সেতু ভেঙে পড়লেও এতে হতাহতের কোনো খবর হয়নি।
সেতু ভেঙে পড়ার মুহূর্তে একটি ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দারা। ভিডিও থেকে সেতুটির কাঠামোগত ত্রুটি ধরা পড়েছে আর এই ত্রুটির জন্যই সেটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেতুটি মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারাভাঙ্গা জেলার রামগড় পঞ্চায়েতকে যুক্ত করেছিল। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সেতু হয়ে যাতায়াত করতো। যাতায়েতের পথ হিসাবে সেতুটি বেশ গুরুত্বপূর্ণ ছিল।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সেতুটি প্রায় ৪০ বছর পুরোনো হলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি।
দুই জেলার সঙ্গযোগকারী সেতুটি ধসে পড়ায় এই পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
দুই দিন আগেই বিহারে আরেকটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আরারিয়ায় এলাকায় স্থানীয় বকরা নদীর উপর প্রায় ১২ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ সেতুটি উদ্বোধনের আগেই ধসে পড়ে। পরপর দু’টি সেতু ধসে পড়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
One more bridge in Siwan, Bihar collapsed. pic.twitter.com/Yzm8rUQbOT
— Mohammed Zubair (@zoo_bear) June 22, 2024