Published : 15 Jun 2025, 05:25 PM
ইরানের রাজধানী তেহরানের অস্ত্র কারখানাগুলোর আশপাশে বসবাসকারী ইরানিদের সরে যেতে বলেছে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েল ইরানিদেরকে এই সতর্কবার্তা দিয়েছে।
“ইসরায়েলি সেনাবাহিনী এই কারখানাগুলোতে হামলা চালাবে এবং তেহরানসহ সবখানে ইরানি সাপের খোলস খুলে ফেলবে- হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থা ধ্বংস করা,” এক বিবৃতিতে একথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
এর আগেও ইরানের সব অস্ত্র কারখানা ও তাদের সহায়ক স্থাপনাগুলোর আশেপাশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল বলে এক্স-এ আরবি ও ফারসি ভাষায় দেওয়া পোস্টে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র।
শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়, সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। ইরান থেকেও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে।