Published : 20 Sep 2024, 11:23 PM
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে তারা।
বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর 'এলিট ইউনিট' রাদওয়ান-এর সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। হামলায় এই ইউনিটটির সদস্যরাও মারা গেছেন বলে ইসরায়েল জানিয়েছে।
বৈরুতে এবছর এ নিয়ে তৃতীয়বার হামলা চালাল ইসরায়েল। লেবানন থেকে উত্তর ইসরায়েলে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ১৪০ টি রকেট ছোড়ার জবাবে বৈরুতে এই বিমান হামলা চালানো হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর।
এ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে আরও ৬৬ জন। এর মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
ইসরায়েল বলছে, তারা লেবাননে 'টার্গেটেড স্ট্রাইক' চালাচ্ছে। আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদোয়ান ইউনিট ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে হামলা চালানো এবং দখল করে নেওয়ার পরিকল্পনা করছিল। নিরীহ মানুষ মারার পরিকল্পনা করছিল, ঠিক সেই হামাসের গতবছরের ৭ অক্টোবরের হামলার মতো। যখন হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে ঢুকে বেসামরিক মানুষদের হত্যা করে।
হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করতে আইডিএফ কাজ করে যাবে বলে হাগারি উল্লেখ করেন। তিনি বলেন, বৈরুতে শুক্রবার দিনের শুরুতে চালানো বিমান হামলায় ঊর্ধ্বতন হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। হিজবুল্লাহর েএলিট রাদোয়ান ইউনিটের অন্যান্য শীর্ষ সদস্যরাও নিহত হয়েছে।
গত কয়েকদিনে ইসরায়েলের দিক থেকে লাগাতার নানা হামলার নিশানা হয়েছে লেবানন। এর মধ্যে পেজার (বার্তা পাঠানোর যন্ত্র), ওয়াকিটকি বিস্ফোরণের মতো ঘটনাও দেখা গেছে। ইসরায়েল পেজার বিস্ফোরণের দায় স্বীকার না করলেও হিজবুল্লাহ এ ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে।
পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় লেবাননে অন্তত ৩৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এর জবাবেই হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একাধিক রকেট ছুড়েছে।
শুক্রবার বিকালে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনাগুলোকে নিশানা করে রকেট হামলা চালিয়েছে।