Published : 24 Jul 2024, 01:24 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির সিক্রেট সার্ভিসের প্রধান কিম শিয়েটল।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সিক্রেট সার্ভিস বরাবর পাঠানো পদত্যাগপত্রে কর্মকর্তাদের উদ্দেশে শিয়েটল লিখেছেন, “আপনাদের পরিচালক হিসেবে নিরাপত্তা ঘাটতির পুরো দায় নিচ্ছি আমি।”
বিবিসি লিখেছে, ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ‘হাউস ওভারসাইট কমিটি’তে ছয় ঘণ্টা শুনানি হয়। এরপর রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষ থেকে শিয়েটলের পদত্যাগের দাবি ওঠে।
১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি প্রচারের সময় মঞ্চের কিছু দূরের একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পের ওপর গুলি চালায় অস্ত্রধারী। গুলি ট্রাম্পের কান ফুঁড়ে বেরিয়ে যায়। এ ঘটনায় সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত হন এবং কয়েকজন আহত হন।
ট্রাম্পের ওপর হামলার বিষয়ে হাউস কমিটির শুনানিতে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান শিয়েটল। এতে আইনপ্রণেতারা তার ওপর হতাশ হয়ে পড়েন বলে খবর দিচ্ছে বিবিসি।
পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে শিয়েটল চিঠিতে লিখেছেন, সংস্থার প্রয়োজনকে তিনি সবসময় সর্বোচ্চ সাহসিকতা দিয়ে গুরুত্ব দিয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার দিন হোয়াইট হাউস থেকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে উদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন তখন সংস্থাটিতে গোয়েন্দা হিসেবে কাজ করা শিয়েটল।
দীর্ঘদিন জনগণকে সেবা দেওয়ায় শিয়েটলকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি শিগগির একজন নতুন পরিচালক অর্থাৎ সংস্থাটির প্রধান নিয়োগ দেবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে আলেজান্দ্রো মেয়রকাসকে নিয়োগ দিয়েছেন। ২৪ বছর ধরে এই সংস্থার জন্য কাজ করা মেয়রকাস ২০২৩ সাল থেকে এর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
১৩ জুলাই ট্রাম্পের ওপর গুলি চালান থমাস ম্যাথিউ ক্রুকস নামে এক তরুণ, যিনি রিপাবলিকান পার্টির নিবন্ধিত সদস্য ছিলেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত ক্রুকস।
তবে কেন ট্রাম্পের ওপর এই হামলা, তার উত্তর মেলেনি এখনও।