Published : 23 May 2025, 11:28 AM
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবারের এই ঘটনার পর উদ্ধারকাজে সহায়তা করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চাংশু শহরে দুইজন এবং নিকটবর্তী চিংইয়াং গ্রামে আরও দুইজনের মৃত্যু হয়। ভূমিধসে প্রাথমিকভাবে আটটি পরিবারের ১৯ জন চাপা পড়েছিলেন। তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করার পর আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ নিকটবর্তী এলাকাগুলোতেও ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঝুঁকি আছে বলে সতর্কতা জারি করেছে, জানিয়েছে রয়টার্স।
জলবায়ু পরিবর্তনের ফলে চীন আরও উষ্ণ ও দীর্ঘ তাপপ্রবাহের এবং হঠাৎ হঠাৎ ভারি বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাপক জনসংখ্যার দেশটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কর্তৃপক্ষ পর্বতময় গুইঝৌ এবং নিকটবর্তী হুনান ও জিয়াংসিতে ভারি বৃষ্টির জন্য তাদের তৃতীয় সর্বোচ্চ জরুরি সাড়া সক্রিয় করেছে। এই উদ্ধার মিশনে সামরিক কর্মকর্তাসহ চারশরও বেশি জরুরি কর্মী ও দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।
গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ এবং গুয়াংসি অঞ্চলে ভারি বৃষ্টির সময় বিভিন্ন ঘটনায় সাতজনের মৃত্যু ও বেশ কয়েকজন নিখোঁজ হন। দেশটির দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি, পার্বত্য অঞ্চলে হড়কা বান ও ভূতাত্ত্বিক বিপর্যয় ঘটতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
চীনের আবহাওয়া সংক্রান্ত তথ্যে দেখা গেছে ২০২৪ সাল ছিল ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে উষ্ণ বছর।