Published : 12 Dec 2023, 09:27 AM
হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে ছোড়া স্থলভিত্তিক একটি ক্ষেপণাস্ত্র একটি বাণিজ্যিক ট্যাংকারে আঘাত হেনেছে বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় ও ক্ষয়ক্ষতি হয়, তবে কেউ হতাহত হয়নি।
তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, বাব আল-মানদাব প্রণালী থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল উত্তরে স্ট্রিন্ডা নামের গাড়ি পরিবহনকারী জাহাজটি হামলার শিকার হয়। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মেসন ঘটনাস্থলে আছে, তারা ক্ষতিগ্রস্ত জাহাজটিকে সাহায্য করছে।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে ইয়েমেন উপকূলীয় সংকীর্ণ প্রণালী বাব আল মানদাবের উত্তরে লোহিত সাগরে এবং দক্ষিণপূর্বে এডেন উপসাগর ও আরব সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের হুতিরা।
শনিবার তারা জানিয়েছে, ইসরায়েলের পথে থাকা সব জাহাজকে লক্ষ্যবস্তু করবে তারা, সেগুলো যে দেশেরই হোক তা আমলে নেওয়া হবে না। পাশপাশি ইসরায়েলের বন্দরগুলোর সঙ্গে কোনো লেনদেন না করতে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করেছে তারা।
স্ট্রিন্ডা জাহাজটির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে অথবা জাহাজটি ইসরায়েলের কোনো বন্দরে যাচ্ছিল কি না, তা পরিষ্কার হয়নি।
আরও পড়ুন:
গাজায় ভেঙে পড়ছে শৃঙ্খলা, দলে দলে মানুষ মিশরমুখী হওয়ার শঙ্কা বাড়ছে