Published : 30 Jun 2025, 10:31 AM
যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের পাহাড়ি এলাকা কুওর দ’অ্যালেন এলাকায় বনের আগুন নেভাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। কর্মকর্তাদের ধারণা, নিহত দুজন দমকলকর্মী।
কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস জানান, একাধিক সশস্ত্র হামলাকারী উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে আইন প্রয়োগকারী বাহিনীর দিকে গুলি চালিয়ে যাচ্ছে।
শেরিফ বলেন, “আমরা জানি না এক জন, দুজন, না চারজন— তবে গুলি একাধিক দিক থেকে আসছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন। আমরা এই হুমকি মোকাবিলা করব।”
কুটেনাই কাউন্টির ফায়ার ও ইএমএস বিভাগের রেডিও বার্তায় এক দমকলকর্মী সন্দেহ প্রকাশ করেছেন যে, ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের টানতে ইচ্ছে করে আগুন লাগানো হতে পারে।
সিএনএন লিখেছে, আগুন শুরু হয়েছিল মাত্র আধা একর এলাকা জুড়ে, তবে এখনও তা জ্বলছে। এর মধ্যে ‘বিরতিহীন গুলি’ ঠেকাতে পুলিশ কাজ করছে।
কর্মকর্তারা বলছেন, আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। হাইকার ও স্থানীয় বাসিন্দারা এখনও পাহাড়ের উপর আটকে আছেন।
নরিস বলেন, “এটি সম্ভবত একাধিক দিনের অভিযানে রূপ নেবে। আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত কঠিন হতে চলেছে... আমি আশা করি আমাদের কেউ একজন স্পষ্ট নিশানা পাবে এবং হামলাকারীকে মোকাবিলা করতে সক্ষম হবে, কারণ এই মুহূর্তে তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিতই দিচ্ছে না।”
শেরিফ নরিস জানান, হামলাকারী বা হামলাকারীরা ‘আধুনিক স্পোর্টিং রাইফেল’ ব্যবহার করছে।
এ ঘটনায় এফবিআই সহ একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো এক্স পোস্টে জানিয়েছেন, এফবিআই কৌশলগত ও অপারেশনাল সহায়তা দিচ্ছে।
কাউন্টির প্রধান আইনশৃঙ্খলা কর্মকর্তা জানান, পরিস্থিতি মোকাবিলায় একাধিক সংস্থা ঘটনাস্থলে গেছে।
কুটেনাই কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ বাসিন্দাদের বর্তমান অবস্থানেই থাকার পরামর্শ দিয়েছে এবং অন্যদের এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছে।
ছবি ও ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। পুলিশের একটি গাড়িকে দ্রুত গতিতে রাস্তার ব্যারিকেড অতিক্রম করে ভেতরে ঢুকতে দেখা গেছে, অন্য কর্মকর্তারা সড়ক বন্ধ করে দিচ্ছেন।
আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন, যাতে আইনশৃঙ্খল বাহিনী ও দমকল কর্মীরা তাদের কাজ চালিয়ে যেতে পারে।
“আজ উত্তর আইডাহোতে অগ্নিকাণ্ডে সাড়া দিতে গিয়ে একাধিক সাহসী দমকলকর্মী হামলার শিকার হয়েছেন। এটি আমাদের নির্ভীক দমকলবাহিনীর ওপর একটি নিকৃষ্ট আক্রমণ। আমি আইডাহাবাসীর প্রতি অনুরোধ জানাই, তারা যেন হতাহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করেন।”
ঘটনাটি ঘটেছে ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়াতে, যা শহরের পূর্ব পাশে অবস্থিত ২৪ একর এলাকার একটি পার্ক। এখানে বহু হাইকিং ও বাইকিং ট্রেইল এবং ঘন গাছপালা রয়েছে।