Published : 29 Jul 2023, 10:52 PM
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বাজারের ভেতর আতশবাজির একটি গুদামে বিস্ফোরণে নয়জন নিহত এবং ১১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
বিবিসি জানায়, মালয়েশিয়া সীমান্তবর্তী নগরী সাংআই কোলোক এ শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। গুদামের ভেতর নির্মাণ কাজ চলছিল এবং সেই থেকেই কোনোভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানান স্থানীয় গভর্নর।
বলেন, সেখানে স্টিল ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে সেখান থেকেই গুদামে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
গুদামটি যে বাজারে সেখান থেকে ১০০ মিটার দূরে একটি বাড়িতে বাস করা প্রত্যক্ষদর্শী সেকসান তাইসেন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন।
বলেন, “হঠাৎই প্রচণ্ড জোরে, অনেকটা বজ্রপাতের মত আওয়াজ পাই, আমার পুরো বাড়ি কেঁপে উঠেছিল।
“তারপর দেখলাম ছাদ অনেকটা খোলা। বাইরে তাকিয়ে দেখি বাড়ি ধসে পড়ছে এবং লোকজন মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।”
গতমাসে ব্যাংককে নির্মাণাধীন একটি উড়াল সেতুর কিছু অংশ রাস্তার উপর ভেঙ্গে পড়লে দুইজন মারা যান।