Published : 26 Jan 2024, 03:45 PM
নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই।
তার এই সফরকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের রাষ্ট্রপ্রধান শি জিন পিংয়ের মধ্যে বৈঠকের প্রক্রিয়া শুরুর যাত্রা বলেই ধারণা করা হচ্ছে।
ওয়াং ই চার দিন রাশিয়া থাকবেন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা কর্মকর্তা এমন এক সময়ে মস্কো যাচ্ছেন যখন কয়েকদিন আগে ঘোরতর পশ্চিমা বিরোধী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দুই দেশের মধ্যে সামরিক সহায়তা চুক্তি হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব।
ইউক্রেইন যুদ্ধে নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে পশ্চিমা বিরোধী যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে মনযোগ দিয়েছে মস্কো তার অন্যতম চীন।
পশ্চিমারা অবশ্য যুদ্ধের শুরু থেকেই বেজিংয়ের বিরুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগ করে আসছে, যা অস্বীকার করেছে চীন।
এ মাসের শুরুতে পুতিন বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছেন। তবে কবে নাগাদ তিনি চীন সফরে যেতে পারেন সে বিষয়ে কিছু জানাননি।
ইউক্রেইন যুদ্ধে যুদ্ধাপরাধ করেছেন অভিযোগ তুলে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তারপর থেকে দেশের বাইরে পা রাখেননি এই নেতা। কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দেননি।
সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)