Published : 25 Jul 2023, 05:52 PM
নিয়োগ পাওয়ার সাত মাসের মাথায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে কিন গ্যাং কে সরিয়ে দিল চীন। নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
গত ডিসেম্বরে ওয়াং ই-র উত্তরসূরি হিসেবেই চীনের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন কিন। যিনি সে সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আস্থাভাজন হিসেবেই পরিচিত ছিলেন।
আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ার পর ওয়াং ই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
সবই ঠিক চলছিল। কিন্তু এ মাসের শুরু থেকে হঠাৎ করেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরের শিরোনাম হন কিন। কারণ, বেশ কিছুদিন ধরে তাকে জনসম্মুখে দেখা না যাওয়া।
এ সময়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক, যেখানে তার উপস্থিতি আবশ্যক ছিল, সেসব বৈঠকে তাকে দেখা যায়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাতিলও হয়েছে।
তা থেকে কিনের অবস্থান নিয় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকী তার মন্ত্রণালয় থেকেও কিনের কি হয়েছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং কোথায়?
কিনকে সর্বশেষ দেখা যায় গত ২৫ জুন। ওই দিন শ্রীলঙ্কা, রাশিয়া ও ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কিন কে সর্বশেষ বেইজিংয়ে প্রকাশ্যে দেখা গেছে।
চীনের সরকার পরিচালনা ব্যবস্থা অস্বচ্ছ। সেখানে সরকারের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার এভাবে হঠাৎ ‘উধাও’ হয়ে যাওয়া সংকটের লক্ষণ হতে পারে বলে সংবাদ মাধ্যমগুলোতে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল।
এর মধ্যেই কিন কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর এলো।