Published : 26 Jun 2025, 09:22 PM
সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইমরান আহমদ ও খালিদ মাহমুদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ইমরানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়ার আবেদনে বলা হয়, তিনি অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯০ লাখ ৬৭ হাজার ৪৮৫ হাজার টাকার সম্পদ অর্জন করেন। নিজ নামে পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকা লেনদেন করেন, যা ‘সন্দেহজনক’।
খালিদ মাহমুদের বিরুদ্ধে আবেদনে বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকা অর্জন করেন। তার ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবের মাধ্যমে মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকা লেনদেন করেন, যা ‘সন্দেহজনক’। দুর্নীতি ও ঘুষের অর্থের উৎস গোপন বা আড়াল করতে অর্থ স্থানান্তর ও হস্তান্তর করেন।
খোরশেদ আলম বলেন, তাদের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে। দেশ থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক।
ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর ইমরান আহমদকে বনানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় মানবপাচার আইনে মামলা রয়েছে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ওই মামলা করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান।
সিলেট-৪ আসনের পাঁচবার সংসদ সদস্য ইমরান ২০১৮ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হন।
অপরদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদের কোনো হদিস মিলছে না।